আমাদের কথা খুঁজে নিন

   

চুক্তির শর্তগুলো

আমি বিদ্রোহী

আলোচনা সভায় বক্তারা জনগণের স্বার্থেই ভারতের সঙ্গে চুক্তির শর্তগুলো প্রকাশ করতে হবে রিবেল মনোয়ার ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমাদের স্বার্থ বিঘিœত করে কিংবা সার্বভৌমত্ব ¤¬ান করে নয়। জনগণের স্বার্থেই চুক্তির শর্তগুলো প্রকাশ করতে হবে। গতকাল মঙ্গলবার শাহবাগস্থ গণসংস্কৃতি কেন্দ্রে আয়োজিত ‘ভারতের সঙ্গে ঋণচুক্তির ভালমন্দ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দেশপ্রেমিক জনগণের মঞ্চের সভাপতি প্রকৌশলী ম. ইনামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ড. ফ র আল সিদ্দিকী, আবুল খায়ের, কামরুদ্দিন আফসার, আবুল হোসেন মুরাদ প্রমুখ।

আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব হারুন অর রশিদ। ইনামুল হক বলেন, ভারতের ২৩২.৫ ডলার বা মাথাপিছু ২০৩ ডলার বৈদেশিক ঋণ থাকা সত্ত্বেও অন্য দেশকে ঋণ প্রদান করছে। সুদূরপ্রসারী কোনো উদ্দেশ্য ছাড়া ভারত ঋণ দিচ্ছে এমনটি ভাবার কোনো কারণ নেই মন্তব্য করে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক থাকুক আমরা এটাই চাই। কিন্তু আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়। তাই চুক্তিতে কি রয়েছে এটা জনগণের জানা দরকার।

বক্তারা বলেন, ২০০৯ সাল নাগাদ বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ২৩.২ বিলিয়ন ডলার, যা মাথাপিছু ১৫৩ ডলারে দাঁড়ায়। এ অবস্থায় ঋণচুক্তি এদেশের জনগণকে আরো ঋণগ্রস্ত করে তুলবে। তাছাড়া ঋণের টাকা কিভাবে ব্যয় হবে তাও সরকার জনসম্মুখে প্রকাশ না করায় সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.