আমাদের কথা খুঁজে নিন

   

জারুলের বনে ডাহুক ডাকে, সোনালুর বনে শ্যামা

:)
স্কুল ব্যাগটা ভিষণ ভারি। একহাতে পানির ফ্লাক্স, আরেক হাতে আধখাওয়া লাল আইস্ক্রিম। সোজাপথে বাড়ি কুড়ি মিনিট,বেজায় শব্দ,গাড়ির চিৎকার,লোকের গুঞ্জন। এ পথে সোনালু-হিজল,জারুলের বন, মাঝেমাঝে ডাহুকের ডাক,ঘন্টাখানিক সবুজ ঘাস, প্রজাপতির দেখা পাওয়া। বাতাসে স্কুলের গাঢ় নীল স্কার্টের উড়াউড়ি,সাদা শার্টে কয়েক ফোঁটা আইস্ক্রিম।

দুশ্চিন্তার গঙ্গাফড়িং। মামনির থমথমে মুখের শংকা, তারপর আবার আইস্ক্রিমের শেষটুকু মুখে পুড়ে উদাসী হাটা! পথের একপাশে সাথে চলতে থাকা সবুজ টিলাগুলির নিচে জমে থাকা শুকনো পাতায় হঠাৎ চোখ আটকে পড়া। লাল হয়ে যাওয়া পাতার হাতছানিতে ওদের কাছে যাওয়া। ফ্লাক্সটাও গলায় ঝুলিয়ে দিয়ে দুহাতে পাতাদের তুলে নেওয়া, ওদের আকাশে ছড়িয়ে আবার পথে ফেরা । একপাশে সবুজ টিলা, আরেক পাশে সোনালু-হিজলের বন, মাঝে নদী হয়ে থাকা নীলচে পথের দুই নদী হয়ে যাওয়া।

ভুল নদী এড়িয়ে, ভারি স্কুলব্যাগকে একটু ভুলতে জারুলের গুড়িতে জিরিয়ে নেওয়া। বহুদিন আগের ভুলে যাওয়া কড়ি পকেটে খুঁজে পাওয়া,ভাল লাগার পাওয়া হাতে পুরে আবার হাটতে থাকা। আকাশে শ্রাবনের মেঘগুলির হঠাৎ জড়ো হওয়া। ওদের ভয়ে দূরের গাছগুলির ধীরে ধীরে কালচে হয়ে যাওয়া। আকাশ জরিপ শেষে,দুঝুঁটি নাড়িয়ে এদিক-সেদিক নির্জন পথ জরিপ।

একলা পথ, প্রথমে কিছু ভয়,তারপর নিয়ম ভাঙার সাহস। ভেসে আসা নতুন খেয়ালে আবার ধরা দেওয়া,বিলের ধারে বৃষ্টিকে ধরতে চাওয়া। পথের একপাশে সবুজ টিলা, আরেক পাশে সাদা শালুকের বিল। বিলের পাড়ে একচিলতে মাঠ,বুনো ফুলের ঝোপ। এবার পথ ছেড়ে মাঠে ছুটা।

হিজলের গুড়িতে স্কুলব্যাগের একলা অপেক্ষা । সাদা ফিতের ঝুঁটি আর নীল স্কার্টের বাতাসে পতাকা হয়ে যাওয়া। চারপাশে থেমে থাকা স্তব্ধতা। হিজল-সোনালু, ঝিল ভরা জল আর চঞ্চল দুটি চোখের প্রতীক্ষা মাখা দৃষ্টি আকাশে ঠাঁই নেওয়া। একফোঁটা বৃষ্টি প্রথমে কপালে, আরও একফোঁটা চোখের ভেতর..তারপর সারা আকাশের ভেঙ্গে পড়া।

মুহূর্তেই চারপাশ ঝাপসা, বিল তোলপাড়, বুনো ফুলের ঝোপে আদিম নৃত্য,উন্মত্ত সোনালু-হিজল । বৃষ্টির ফোঁটার জলে পড়ে লাফিয়ে উঠা, কচুপাতাদের গায়ে মুক্তো জমা, আর বিলে ফেনা হয়ে থাকা কলমী শাকের ডুবসাঁতার! সেই প্রথম দেখা ব্যাঙের দাপাদাপি আর প্রথম শুনতে পাওয়া বিলে আধডুবা নৌকার পিঠে বৃষ্টির তবলা! প্রথম দেখা মাছদের উভচর হওয়া, সেই প্রথম কচুরীপানার ফাঁকে পানকৌড়ি হতে চাওয়া.. ! এ পথ এক ঘন্টায় বাড়ি পৌছে। কঘন্টায় বৃষ্টির ক্লান্তি তা অজানা। ঘোর লাগা মনে মামনীর বকুনী টুকরো মেঘ হয়ে মাঝেমাঝে আসা। ভেজা নীল স্কার্ট, এক ফিতে হারানো ঝুঁটি আর কাঁদামাখা জুতো..ঘরমুখো।

তারপরও দুরুদুরু বুকে ভাল লাগার একচিলতে নতুন জমি! স্কুল ব্যাগটা ভিষণ ভারি। একহাতে পানির ফ্লাক্স আর আরেক হাতে বহু কষ্টে ছিড়তে পারা আধখানা শাপলা...! ভীরু ভীরু পায়ে পথে ফেরা, ঘোর ঘোর মনে প্রথম ভালবাসায়, ছড়া বুনে বুনে এগিয়ে চলা..!
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।