আমাদের কথা খুঁজে নিন

   

মজার সিনেমা - ভানু গোয়েন্দা জহর এ্যাসিস্টেন্ট

ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা
: আমার কমলাকে.. : খুঁজে পাচ্ছেন না! কবে থেকে? : কাল বিকেলে সেই যে বেরলো.. : আর ফেরেনি! : হ্যা..তোমরা আমার কমলাকে খুঁজে দাও বাবা.. : আচ্ছা..কমলার ফটো মানে ছবি আছে? : ফটো তো নেই বাবা! : আচ্ছা..কমলা দেখতে কেমন বলুন তো! : ধবধবে ফর্সা। টানা টানা বড় কালো চোখ.. : আর কিছু বলুন। : ভারি ঠাণ্ডা। লক্ষ্মি মেয়ে। : আচ্ছা..আরো কিছু বলুন না.. : বলছি বাবা বলছি..রোজ আড়াই সের দুধ দেয়.. : দুধ! দুধ দেয়!! গোয়ালিনি বুঝি? : না বাবা..পাটনাই গাই..এক বছর হলো দশ কুড়ি পাঁচ টাকায় কিনেছি.. কথা হচ্ছিল বিখ্যাত গোয়েন্দা ভানু চ্যাটার্জী ও তার মক্কেলের সাথে। তো এই গোয়েন্দামশাই পত্রিকায় দেখেন দিল্লীর ডা. দিগম্বর চ্যাটার্জীর একমাত্র কন্যা নুপুর চ্যাটার্জীর হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন। সুতরাং আর ঠেকায় কে! পুরস্কারের লোভে যোগ্য এ্যাসিস্টেন্ট জহর সমেত ধাওয়া করেন নুপুর চ্যাটার্জীকে ধরতে। মজার এই সিনেমাটি দেখা যাবে বাংলা সিনেমা আর্কাইভে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.