আমাদের কথা খুঁজে নিন

   

‘সারেং’ তারিক আনাম খান

নির্মাতা সুজন নাটকটি সম্পর্কে বলেন, অল্প বয়সে বাবাকে হারিয়ে একটি স্টিমারে চাকরি নেয় কিশোর নাসিম। স্টিমারের যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা চুরি করে সারেংকে দেয় সে। কিন্তু সারেং খুশি হয় না। তার চাই সোনা। একদিন স্টিমারে ওঠেন নতুন বর-কনে আর বরযাত্রী।

রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন নতুন বউয়ের গলার হার টান দিয়ে দৌড় দেওয়ার সময় ধরা পড়ে যায় নাসিম। বেদম মার খায়। শেষ পর্যন্ত সারেং এসে তাকে উদ্ধার করে। সকালবেলা সারেং ঘোষণা দেয়, নাসিম আজ থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী, আজ সে সিঁড়ি ধরবে। সিঁড়ি ধরে নাসিম।

ওই সিঁড়ি ধরেই নামতে থাকে বরযাত্রী। সার্চলাইটের আলোয় নাসিম চিনতে পারে, যে তাকে সবচেয়ে বেশি মেরেছে বরবেশী সেই পুরুষটি তাদের বাড়ির পাশের গহর আলী আর বধূবেশী মহিলাটি তার মাÑ এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সারেং’।
এ বিষয়ে তারিক আনাম খান বলেন, “বিচিত্র চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আমার আছে। তবে এই চরিত্রটি সম্পূর্ণই ভিন্ন। বিশেষ করে সারেং এর সফেদ ইউনিফর্মটি গায়ে দিয়ে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে।


১৭ মে, শুক্রবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।