আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনা!

পাথরের উপর চোখের জল ফেলো না তোমার চোখের জলটাই নষ্ট হবে পাথর ভিজবে না !

এভাব কেটে গেল কুড়িটি বছর! তোমার আর আসা হলো না? সবুজ পাতা ঝড়ে গেল.... নতুন করে মুকুল এলো; লেখা পড়া শেষ হলো, চাকুরীও পাওয়া হলো। নিতে হলো বাসা, সংসার হলো পাথা। মনে মনে এই ব্যাথা, তুমি ছাড়া সবই বৃথা! ......তারপর! তারপর! গায়ের চামড়া নেতিয়ে পড়ল, কালো চুল সাদা হলো? দু্ই পা থেকে তিন পা হলো! তোমার আসার কী সময় হলো? তবুও তুমি এলে না? বিছানায় শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছি? এই তো আমিও তোমার কাছে আসছি! বদরুল ইসলাম প্রিন্স সিলেট- ০৮/০৫/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।