আমাদের কথা খুঁজে নিন

   

মিস্ আমেরিকা প্রতিযোগিতায় বাংলাদেশি আরিয়ানা আফসার

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার

আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠতব্য মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত অষ্টদশী "মিস ক্যালিফোর্নিয়া" আরিয়ানা আফসার। ২০০৭ সালে মিস নোরা আলী মিস জুনিয়র আমেরিকা শিরোপা অর্জনের পর আরিয়ানা আফসার জয় করলেন মিস ক্যালিফোর্নিয়া মুকুট। ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো নিবাসী উনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে অধ্যায়নরত এই সুন্দরী গত ১০ জুলাই তিনি মিস ক্যালিফোর্নিয়া নির্বাচিত হন। সেই সুবাদে তিনি নেভাদাতে অনুষ্ঠিত মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে ১০ জুলাই রাতে বর্নাঢ্য এক প্রতিযোগিতায় মিস আরিয়ানার সাথে ছিলেন আরো ৫৫ সুন্দরী।

আরিয়ানা (১৮) এর আগে ২০০৬ সালে মিস আমেরিকা আউটস্ট্যান্ডিং টিন প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। ঐ সময় থেকেই আরিয়ানা নিজেকে মিস আমেরিকা মুকুটের জন্যে প্রস্তুত করতে থাকেন। মিস ক্যালিফোর্নিয়া মুকুট জয়ের সাথে সাথে আরিয়ানা ৩০ হাজার ডলারের স্কলারশিপ পেয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, মিস ক্যালিফোর্নিয়া বাছাই প্রক্রিয়া ৪ সত্মরে সম্পাদিত হয়। প্রথম সত্মরে বিচারকদের মুখোমুখী হতে হয়, দ্বিতীয়তঃ মেধার পরীক্ষা, তৃতীয়তঃ দৈহিক অবস্থা পর্যবেক্ষণের জন্যে অত্যন্ত সংক্ষিপ্ত পোশাক পরতে হয় এবং চতুর্থতঃ বিপুলসংখ্যক দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়।

এ সময় বিচারকদের প্রশ্নের উত্তরও দিতে হয়। মিস ক্যালিফোর্নিয়া নির্বাচন কালে বিচারকদের এক প্রশ্নের জবাবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ক্ষমা প্রদর্শন করার বিরোধিতা করে বিক্তব্য দেন। তার মতে, অবৈধভাবে বসবাস না করে যুক্তরাষ্ট্রে বসবাসে ইচ্ছুক সকলকে আইনি প্রক্রিয়ার অনুসরণ করা উচিত। তার এই জন্য অভিবাসীদের সমালোচনার মুখেও পড়তে হয়। আরিয়ানার নানী থাকেন বয়স্ক কেন্দ্রে।

মাঝেমধ্যেই তিনি সেখানে যান এবং বয়স্ক মানুষদের একাকীত্ব তাকে ভাবিয়ে তোলে। এরপর তিনি প্রতিষ্ঠা করেছেন একটি ক্লাব-যার মাধ্যমে, একাকী বয়স্ক মানুষদের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রয়াস চালানো হচ্ছে। শুধু তাই নয়, বয়স্ক লোকেরা শৈশব-যৌবনে কী করেছেন সে অভিজ্ঞতার সাথেও তরূন-তরূণীরা পরিচিত হতে পারছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।