আমাদের কথা খুঁজে নিন

   

গালাগালি পোস্ট:সুশীলদের প্রবেশ না করলেও চলবে; উৎসর্গ তারু চোরা, খাম্বা মামুন এবং হালের শুয়োরের বাচ্চা এমপি এবং কুত্তার বাচ্চা মন্ত্রীদের..



কুত্তার বাচ্চা মন্ত্রীরা এবং শুয়োরের বাচ্চা এমপিরা লোড শেডিং এর জ্বালা কেমন তাতো জানেনা, জানি আমরা। যাদের শ্রমে ভেজা টাকায় তারা এসির ঠান্ডায় ভিজে যায়, আলীশান গাড়ীতে হাজার হাজার টন তেল পুড়িয়ে সুখ ভ্রমনে বের হয় রাতের বেলায় কোন অপসরীর খুজে। যে শুয়োরের বাচ্চার বাপ আমার বাপের ক্ষেতে কামলা খাটতো আর এলাকায় জুয়ার আসরে যে লালু-ফালু-কালুরা জুয়ার গুটি টানতো সেই আজ আমার দেশের এমপি-মন্ত্রী। শুয়োরের বাচ্চারা দেশের হর্তা কর্তা সেজে বসে আছে, তারা দেশের কি উন্নয়ন করবে? যার শৈশব কেটেছে জুয়ার গুটি টেনে, কৈশোর কেটেছে পতিতালয়ে বেশ্যার ভাগাভাগি নিয়ে মারা মারি করে, যৌবন কেটেছে চাদাবাজি, ডাকাতি, সন্ত্রাস আর খুন -খারাপি করে, সেই আজ আমাদের মহামান্য এমপি-মন্ত্রী। সুতরাং এই শুয়োরের বাচ্চা -কুত্তার বাচ্চারা কিভাবে লোডশেডিং কমাবে, গ্যাসের উত্তোলন বাড়াবে , অর্থনীতী শক্তিশালী করবে? আর ছিলো অশিক্ষিত মায়ের আরেক বখে যাওয়া পোলা, বাসার কাজের ছেলেকে পার্টনার করে গড়ে তোলে খাম্বা , লোহা আর ও নাম না জানা অনেক ব্যবসা, আমাদের টাকা পুটলা ভরে বিদেশের ব্যাংকে জমা রাখে, সে কিভাবে আমাদের উন্নয়ন করার কথা ভাববে? কাজের ছেলের সংগে মিলে চুরি করাই যার নিত্য অভ্য্যাস , সে কি করে সাধু সাজবে? যদি ও আমরা ওকে দিয়েছিলাম রাজপুতের আসন। কিন্তু সে তো তার যোগ্য ছিলোনা। সুতরাং ৩ ঘন্টার জ্যাম পেরিয়ে , ৪০ টাকার ভাড়া ১২০ টাকা পরিশোধ করে, দরজার কলিং বেলে আংগুল রাখার আগেই চারপাশ লোডশেডিং এ অন্ধকার হবে সেটাই স্বাভাবিক। আবার কখনো ১-২ ঘন্টার বিজলী চমকানোর পরে গভীর রাতে প্রচন্ড গরমে ক্লান্ত -বিধ্বস্ত আমি সীমাহীন পরাজয়ে ঘুম ভেংগে দেখি ঘামের সমুদ্রে অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। তখনি অতি ভদ্রলোক আমার মুখে চলে আসে শুয়োরের বাচ্চা-কুত্তার বাচ্চার মতো অশ্রাব্য গালি। হয়তো আমার সেই গালি ওদের কানে কোনদিন ও পৌছুবেনা, কিন্তু নিজেকে কিছুটা শান্ত করি আমি, কেননা সকালে পেটের দায়ে আমাকে যে আবারো ৪০ টাকার সিএনজি ভাড়া ১২০ টাকায় শোধ করে কর্মক্ষেত্রে ছুটতে হবে ৩ ঘন্টার জ্যাম পেরিয়ে............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।