আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ক্রোম ওয়েব ব্রাউজার থিম



ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ওয়েব ব্রাউজার) গুগল ক্রোম বাজারে আসার পরপরই এর চেহারা বদলে নেওয়ার নানান ‘থিম’ ব্যবহার করার পদ্ধতি চালু হয়েছিল। তখন এই থিমগুলো ইনস্টল করে ব্যবহার করা কিছুটা কষ্টকর ছিল। কারণ থিমগুলো গুগলের কোনো ওয়েবসাইটে পাওয়া যেত না। অনেক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এগুলো তৈরি করেছিলেন। কিছুদিন আগে গুগল, এই ওয়েব ব্রাউজারের থিমের জন্য একটি সাইট তৈরি করেছে।

মোট ২৯টি থিম পাওয়া যাবে এখানে। সাইটের ঠিকানা: https://tools.google.com/ chrome/intl/en/themes/index.html। তবে এই থিমগুলো গুগল ক্রোম ৩.০ বা এর পরবর্তী সংস্করণগুলোতে কাজ করবে। এই সংস্করণগুলোতে get theme নামে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে। অপশনটি পাওয়া যাবে Tools/Personal stuff/Get Theme-এ।

থিমগুলো যুক্ত করার কাজটি অত্যন্ত সহজ। নতুন এই থিমগুলো ওয়েবসাইটটি থেকেও ব্যবহার করা যাবে। প্রতিটি থিম প্রিভিউয়ের নিচে Apply theme নামে বাটনটিতে ক্লিক করলে ওই থিমটি চালু হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.