আমাদের কথা খুঁজে নিন

   

প্রণবের সঙ্গে আওয়ামী লীগের তিন নেতার অনির্ধারিত গোপন বৈঠক



ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গতকাল ঢাকায় তাঁর ঝটিকা সফরের শেষ দিকে এক ফাঁকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ তিনজন নেতার সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন। গুলশানে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত। অনির্ধারিত ওই বৈঠকের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের কোনো নেতাই মুখ খুলতে চাননি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারতীয় কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ঢাকায় প্রণব মুখার্জির সংক্ষিপ্ত সফরের স্থায়িত্ব হওয়ার কথা ছিল চার ঘণ্টার।

কিন্তু শেষ পর্যন্ত তিনি ছয় ঘণ্টা অবস্থান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, এ ধরনের কোনো বৈঠকের কথা তাঁদের জানা নেই। এক কর্মকর্তা শুধু বলেন, সাধারণত কোনো দেশের দায়িত্বশীল মন্ত্রী বা কর্মকর্তা চাইলে নির্ধারিত সফরসূচির বাইরে যেকোনো কার্যসূচি রাখতে পারেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রণব মুখার্জি সরাসরি যান ভারতীয় হাইকমিশনারের বাসভবনে। সেখানে তাঁর অপেক্ষায় ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ ওই তিন নেতা।

তাঁরা ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক কংগ্রেসের অন্যতম নীতিনির্ধারক প্রণব মুখার্জির সঙ্গে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের ব্যাপারে ভারতের অর্থমন্ত্রীর আগ্রহের পরিপ্রেক্ষিতেই এর আয়োজন করা হয়। তাঁদের আলোচনা প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়। ওই বৈঠক শেষে প্রণব সরাসরি বিমানবন্দরে চলে যান। রাত সাড়ে নয়টায় তাঁর বিশেষ বিমান দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

জাতি জানতে চায় কি গোপন পরিকল্পনা হয়েছে...!!!!!!১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।