আমাদের কথা খুঁজে নিন

   

অকস্মাৎ আনন্দ আনে আনন্দ প্রভাত



জন্মদাগ নগর ছেড়ে আমরা ফিরে এলাম এই নগরে তিনটি নদি পেলাম পথে পাঁচটি সাঁকো- বাঁশের খুঁটি ছিল, ছনের ঘর; যাকিছু জন্ম নিল সবতাতেই জন্মদাগ। অকস্মাৎ আনন্দ আনে আনন্দ প্রভাত শোনাও শান্তির গান আমরা ভুলে গেছি বসন্ত গোলাপের নাম। চলো, ওর শান্ত দু'চোখে আমরা রঙধনু আঁকি। ভালবাসার কথা বলেছিলাম ভাল ভাল কথাগুলি বলতে বলতে আমরা বুড়িয়ে গেলাম। আনন্দ আলো চুয়ে নামে পবিত্র জল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।