আমাদের কথা খুঁজে নিন

   

সাজিদ এবং তার সমমনাদের কাছে কিছু প্রশ্ন...? অন্য ব্লগে গিয়ে সামুর বিরুদ্ধ কেন এতসব অপবাদ ছড়াচ্ছেন??

দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রিরা হুশিয়ার।

সাজিদ, সোনার বাংলা ব্লগে কিছু পোষ্টে আপনার কমেন্ট দেখে বুঝলাম সামুর বিরুদ্ধে আপনার ক্ষোভ অন্যদের চাইতে একটু বেশী। কারণটা বুঝে উঠতে পারি নাই। তবে অনেক জায়গায় বলেছেন সামু বাকশালী, নাস্তিক, ছাত্রলীগের জারজ পোলাপান আর গালীবাজদের দখলে চলে গেছে। এখানে সবাই ব্যক্তিগত আক্রমণ করে... ইত্যাদি ইত্যাদি....কারণে আপনি আর সামুতে ফিরে যাবেন না কখনো।

(যদিও কদিন আগে একটা পোষ্ট দিয়েছেন সামুতে) আপনার কথা মত সামু বাকশালী, এখানে মডুরা বাকশালী, সবগুলা নিক বাকশালীদের, গালীবাজ সব বাকশালী, সব নাস্তিক, সব মালাউন...... নিচের প্রশ্নগুলো লক্ষ করুন ১. সামুতে ২৪ ঘন্টায় কতটা সরকার বিরোধী পোষ্ট আসে, আর কতটা সরকারকে সমর্থন করে পোষ্ট আসে? ২. কতটা বাকশাল বিরোধী পোষ্ট আসে, আর কতটা বাকশাল সমর্থনে পোষ্ট আসে? ৩. কতটি ছাত্রলীগ বিরোধী পোষ্ট আসে, আর কতটা ছাত্রলীগ বিরোধী পোষ্ট আসে? ৩. গালাগাল হয় কি টাইপের পোষ্টে, আর গালাগাল হয়না কি টাইপের পোষ্টে? অর্থাৎ গালাগাল আর গালাগাল মুক্ত পোষ্টের অনুপাত কত? ৪. ব্লগে নাস্তিকদের পোষ্টের সংখ্যা কত? আর নাস্তিক বিরোধীদের পোষ্টের সংখ্যা কত? ৫. সামুতে নাস্তিকদের প্রতিরোধে সর্বদলীয় ব্লগারদের অংশগ্রহণ কেমন, আর নাস্তিকদের সমর্থনে পোষ্ট কতটা আসে? আসি মডুদের প্রসঙ্গে..... মডুদের আপনারা বাকশালী বলছেন। যদিও ব্লগে বাকশাল বলতে এখন এন্টি জামাতিদের বোঝানো হয়ে থাকে। তবে আপনার মত একজন সিনিয়র ( প্রোপিক দেখে যা বুঝি) ব্লগার বাকশাল শব্দটা এতটা অবাধে আর যার তার বিরুদ্ধে ব্যবহার করাটা ভালো চোখে দেখি না। আপনি মডুদের বাকশালী বলছেন তার পেছনে যুক্তি হল...তারা আপনার কমেন্ট মুছে আপনাকে জেনারেল করে কারণ আপনি মাহমুদুর রহামানের পক্ষে কথা বলেছনে সরকারের বিরোধীতা করেছেন, ছাত্রলীগের বিরোধীতা করেছেন ইত্যাদি ইত্যাদি। ১. আপনার কি মনে পড়ে মাহমুদুর রহামান যেদিন গ্রেফতার হয় সেই এক সম্পাহ সামুতে প্রথম পাতায় মাহমুদুরের পক্ষে কি পরিমাণ পোষ্ট পড়েছিল.......?? প্রথম পাতায় ২০ টা পোষ্ট থাকলে, মাহমুদুর রহমানকে নিয়ে থাকতো ১৫ টা পোষ্ট।

মাহমুদুর রহামানে পক্ষে যত লেখা সামুতে ছেপেছিল, বাংলা মিডিয়া জগতে অন্য কোন সাইটে এক পোষ্ট আসেনি। যদিও মাহমুদুর রহমান কিন্তু কখনই বিতর্কের উর্ধে নন। ২. ছাত্রলীগ কোথাও কোপাকুপি করলে প্রথম পাতায় এ নিয়ে কি পরিমাণ ফ্লোডিং করা হয়....?? আর ব্লগে কখনো কাউকে দেখেছেন যে ছাত্রলীগের পক্ষ হয়ে পোষ্ট দিচ্ছে বা সাফাই গাচ্ছে....?? আপনার কম্পেইন হল, তারা আপনার কমেন্ট মুছে আপনাকে জেনারেল করে কেন... আমাকে একবার ২ সপ্তাহের জন্য ব্যান করা হয়েছিল কারণ আমি মওদুদির বিরুদ্ধে পোষ্ট দিয়েছিলাম। সেখানে আমি কোন গালাগল করিনি। আমার পোষ্ট দু মিনিটের মাথায় সরিয়ে নেওয়া হয় এবং আমাকে ব্লক করে দেয়া হয়।

আমার বিরুদ্ধে অভিযোগ তুলে আমি নাকি ঐ পোষ্ট গালাগল করি। আমি কি এখন মডুদের ছাগু বলতে পারি না....?? আমাকে দু দিন সেইফ রাখলে তৃতীয় দিন জেনারেল করে দেয়া হয়, হায়রে দুনিয়া, স্বপ্নকথক সহ আরো অনেক কে ব্যান করে দেয়া হয়েছে (আমি বলছি না এরা নির্দোষী)। সামুতে অমি রহমান পিয়ালকে থাকাকালেও তাকেও অনেকবার ব্লক, ওয়াচ আর জেনারেল করা হয়েছিল। উনি আপনার চেইতে কম জ্ঞাণী ছিলেন না। ওনার ভাব, হেডাম আপনার চাইতে কোন অংশে কম ছিল না।

যদিও ওনাকে আক্রমণ করে সামুতে অগনিত পোষ্ট এসেছিল তখন। ওনার ব্যক্তিগত ব্যপার নিয়েও অনেকে নোংরামী করেছিল ব্লগে। তবে আমি কিন্তু সামুতে কখনো দেখিনি আপনাকে কেউ গালি বা খারাপ কথা বলতে। (যদিও আমি ২৪ ঘন্টা অনলাইনে থাকি না) শুধু আপনি না বিএনপি মনষ্ক কাউকে কখনো সামু ব্লগে আক্রান্ত হতে দেখিনি। কারণ আপনারা জামাত আর এন্টি জামাত রিলেটেড পোষ্টে নিউট্রাল ভুমিকায় থাকেন।

যদিও অনেকে জামাতদের বিরুদ্ধে কমেন্ট করে। অমি পিয়াল মডুদের ছাগবান্ধব বলে সামু ত্যাগ করেন প্রায় ৬ মাস আগে। অমি পিয়াল সমমনা অনেকে ব্যান হয়েছে, অনেকে অভিমানে সামু ছেড়ে দিয়েছে। এত কি প্রমাণিত হয় না ব্লগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামু মডুরা সব শ্রেণীর ব্লগারদের চাপের মধ্যে রাখে.......?? এবার আসি গালাগাল প্রসঙ্গ: হ্যা, ব্লগে গালাগাল, ব্যক্তিগত আক্রমণ হবে। কারণ আমরা বাংলাদেশীরা মানসিক ভাবে, রাজনৈতিক ভাবে এখনো এতটা ডেভলাপ্ড হতে পারিনি।

কিন্তু এই গালাগাল যুক্ত কমেন্টগুলাকে দিনের পর দিন স্কৃণসট আকারে প্রথম পাতায় তুলে আনার কোন মানে হয় না। একই স্কৃণসট দিয়ে ব্লগে ১০-১২ বার পোষ্ট করা হয়। যদিও উক্ত গালাগাল যুক্ত কমেন্ট হয়তো মুছে দেয়া হয়েছি। এখানে দুটা গ্রুপ গালাগাল, অপমান আর ব্যক্তিগত আক্রমনের শিকার হয়। তারা হল জাতাত-শিবির ব্লগার আর এন্টি জামাত শিবির ব্লগায় অর্থাৎ যারা জামাত-শিবিরের বিরুদ্ধে পোষ্ট বা কমেন্ট করে থাকে।

এই দুই শ্রেণীর ব্লগার একে অপরকে ক্রমাগত আক্রমণ করে। এরাই একাধিক নিক ব্যবহার করে সামুতে এসব করে। সোনা ব্লগে আপনার এক পোষ্টে দেখেছি একজন স্বীকারও করেছে যে সোনা ব্লগে তার ৫-৬ টা ফেইক নিক খোলা হয়েছে ( এই পোষ্টের ৮ নম্বর কমেন্ট )। অর্থাৎ সামুতে ৫-৬ টা নিক চালাচ্ছে সেই একজন ( ছাগু)। এক নিক দিয়ে কুরআন হাদিসের পক্ষে বলছে, আরেক নিক দিয়ে হিন্দু সেজে ব্লগিং করছে, অন্য নিকে জামাত-শিবির সমর্থন করে বাকি সবাইকে বাকশাল বলে পোষ্ট করছে, আবার আরেক নিকে গালাগাল করছে।

কিন্তু তাদের সম্পর্কে আপনার কোন অভিযোগ নেই। যত অভিযোগ জামাতের বিপক্ষে যারা গালাগাল করে তাদের উপর। ব্লগ কালচার এদেশে বেশি দিনের না। ব্লগের মাধ্যমে ইন্টারন্যাটে মাতৃভাষা চর্চা হয়। ভাষার প্রয়োগ, গুরুত্ব, নির্ভূলতা, মাতৃভাষার মাধ্যমে ভাবপ্রকাশের গভীরতা অনেকগুনে বাড়িয়ে দেয়।

তাই নতুন ব্লগ আসছে এবং আরো আসবে। এটা শুভ লক্ষণ। কিন্তু অন্য ব্লগে গিয়ে দলবল নিয়ে আরকটা প্রতিষ্ঠিত ব্লগ সম্পর্কে মিথ্যা অপবাদ ছড়ানোর কোন মানে হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.