আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে চাকিবুলের দল জিতিল।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

পুত্তম কাউন্টি কেলতে গেচে আংগু চাকিবুল। দেশে চর্ম হৈচৈ। ডেশের মান বারাইয়া বন্না লই আইব আংগু চাকিবুল, ইহাই আমাদের আশা ও ছপ্ন। হেতে ভালা খেইল্লে আরো বহুত পুলাপাইণ কান্টিতে চান্সু পাইব, বিলেতের টিকা দেশে আইনা দেশরে বানাইব বিলেত, আর বিলেতরে বানাইব দেশ ।

জাতীয় দল খেলুক যাহা তাহা ভাড়া করা দলে খেলতে হৌবু বালু, ইহাই সাকিবুলের মুনের বাসুনা। বিশ্বকাপ রানার্সআপ হুলেন্ডের লগে হারছে ত কি হইচে, ইহা তাইগার বাহানী ভাবলেও জনগণ কিন্চিৎত উত্তেজীত। তাই সুযুগখানা কামে লাগাইয়া চাকিবুল চলে গেলেন বিলেতে। ভালা কেলার স্বপ্ন নিয়ে। ১) পুত্তম ম্যাছে ভালা পারফর্ম কইরা দেশের মানইজ্জত উল্টাইয়া পাল্টাইয়া দিচিল।

যদিও ম্যাচ জিতাতে ফারেন নাই, তবু ড্র করতে হেল্পু কর্ছিল। ২) দ্বিতীয় ম্যাচে গু হারা হারানোর পিছনে তার অবদান বিয়াফুক। তিনার অলরাউন্ড পারফরমেন্সের উপর খারা হৈয়া দল হারি যায়। ৩) এইভাবে চলতে থাকিলে টেহা না অ মিলিতে পারে, তাই অবস্থার বেগতিক দেখিয়া মরণ কামড় দিল আমাগু চাকিবুলের দল, শেষ পর্যন্ত ঝড়ে ম্যাচ জিতে নিয়ে গেল চাকিবুলের দল। জয়ে চাকিবুলের ভুমিকা হচ্চে গিয়ে দুই ইনিংসে ৭ উইকেট নিতান্তই কম নয়।

বিস্তারিত Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।