আমাদের কথা খুঁজে নিন

   

মেলায় আসুন। বন্ধু হোন। ভালো থাকুন।


মেলায় আসুন। বন্ধু হোন। ভালো থাকুন সরসিজ আলীম কাঁটাবনস্থ কনকর্ড এম্পোরিয়ামে ২য় বর্ষার বইমেলার ৬ষ্ঠ দিন গেলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ করে। রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠ চলেছে একটানা। অনেককে দেখা গেলো স্বতঃফূর্তভাবে রবীন্দ্র পাঠে অংশ নিতে।

একে একে পাঠ করলেন খ শামসউজজোহা, জয়ন্ত রায়, শুভ্রা দাশ, ফরহানুর রহমান। আর রবীন্দ্রনাথের জীবন যাপন, দৈনন্দিনের কর্মকান্ডগুলো আলোচনা করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক নিশাত জাহান রানা। আজো ছিলো পাঠক-লেখককের মুখর পরিবেশ। দু’দিন আগে ফেসবুকের ম্যাসেজ বক্সে ফেসবুক বন্ধু নজরুল ইসলাম ম্যাসেজে জানিয়েছেন, তিনি বর্ষার বইমেলা নিয়ে সচলায়তন ব্লগে লিখছেন। আর আমার বইমেলা সম্পর্কিত পোস্ট থেকে ছবি নিয়ে পোস্টে যুক্ত করেছেন।

ছবি ব্যবহারের অনুমতি চেয়েছেন। আমি খুবই আনন্দিত হ’য়ে বললাম, ভাই আপনার যত খুশি ছবি ব্যবহার করতে পারেন। যেখানে যেখানে আমার ছবিগুলো রাখা আছে সবগুলো লিংক দিয়ে দিলাম। তিনি সচলায়তনের লিংক দিলেন। ঢুকে দেখি তাজ্জব ব্যাপার ! তিনি অনেক গোছালো, তথ্যসমৃদ্ধ লেখা লিখেছেন।

পোস্টটি পড়েছেন আমার দু ব্লগের মিলিত পাঠকেরও দ্বিগুণ। পোস্টে মন্তব্য পেয়েছেন অনেক অনেক গুণ বেশি। ধন্যবাদ নজরুলকে। গত দুদিন তার সাথে নিয়মিত দেখাও হচ্ছে। ঝাঁক ঝাঁক ব্লগার, লেখক বন্ধুদের নিয়ে ক্যামেরা হাতে মেলায় ঘুরছেন।

বই দেখছেন। আড্ডায় মুখরিত হচ্ছে চারদিক। আমার সাথে আলাপের ফুসরত কম। অল্পসল্প কথা হয় কেবল। গতকালের পোস্টে আমাকে প্রকাশক ও লেখক ব’লে উল্লেখ করেছেন।

আমি সবার জ্ঞাতার্থে জানাতে চাই, আমি সরাসরি প্রকাশনার সাথে যুক্ত নই। আমরা এক প্রকাশক বন্ধুর ওখানে আড্ডা দিই। তাকে বাইরে থেকে সাপোর্ট দিই। আখেরে আমাদের লেখালেখি ছাপার দায়িত্বটা তার কাঁধে তুলে দিতে পারি, এমন একটা চিন্তা থেকেই তার কাছে কাছে ঘেষাঘেষিটা করি। তার কারণেই মেলার কিছু দায়িত্ব আমাতে বর্তেছে।

আগামীকাল মেলার ৭ম দিন। কবি শামসুর রাহমান মঞ্চে আলোচনা করবেন আলী ইমাম ও আমিরুল ইসলাম। আলোচনার বিষয়: শিশু সাহিত্য। মেলায় আসুন। বন্ধু হোন।

ভালো থাকুন। মেলা শুরু হয়েছে ০১ আগস্ট, চলবে ১০ আগস্ট ২০১০ অবধি। সকাল ১১:০০টায় শুরু হয়ে রাত ৮:০০ নাগাদ চলছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।