আমাদের কথা খুঁজে নিন

   

স্বামীদের তুলনায় স্ত্রীরা বেশি কাজ করে বলে যে ধারণা এতোদিন প্রচলিত ছিল তা ভুল প্রমাণ করেছে নতুন এক গবেষণা। এতে বলা হয়, স্ত্রীদের সমপরিমাণ কাজ স্বামীরাও করে।



লন্ডন, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বামীদের তুলনায় স্ত্রীরা বেশি কাজ করে বলে যে ধারণা এতোদিন প্রচলিত ছিল তা ভুল প্রমাণ করেছে নতুন এক গবেষণা। এতে বলা হয়, স্ত্রীদের সমপরিমাণ কাজ স্বামীরাও করে। লন্ডন স্কুল অব ইকনোমিকসের সমাজবিদ ক্যাথরিন হাকিম এ গবেষণাটি করেন। এতে বলা হয়, মজুরি দেওয়া হয় এমন কাজ ও মজুরি দেওয়া হয়না এমন দায়িত্বগুলোকে (যেমন- ঘরের কাজ, যত� ও স্বেচ্ছাসেবার কাজ) হিসেবে নিলে দেখা যায়, পুরুষদের কাজের পরিমাণ বেড়েছে। রয়টার্সকে ক্যাথরিন বলেন, "এটা সত্য, ঘরে নারীরা বেশি কাজ করে। তবে সার্বিকভাবে নারী ও পুরুষ একই পরিমাণ কাজ করছে, খসড়া হিসেবে দৈনিক তা আট ঘণ্টা।" মানুষ কীভাবে সময়কে ব্যবহার করে- এ বিষয়ে গবেষণায় বলা হয়েছে, ব্রিটেনে নারীদের চেয়ে পুরুষরা দিনে 'উৎপাদনশীল' কাজ তুলনামূলকভাবে বেশি করে থাকে। নারীরা 'দুই শিফটে' বেশি সময় ধরে কাজ করে বলে বহুল প্রচলিত তত্ত্বটি ভুল প্রমাণিত হয়েছে জানান ক্যাথরিন। 'সামাজিক ও আর্থিক নীতি কীভাবে মজুরি অযোগ্য পারিবারিক কাজকে নির্ধারণ করে?' শীর্ষক এ গবেষণায় ইউরোপে পরিচালিত বিভিন্ন জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.