আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যামিলিতে যখন ২/৩ জন বাহিরের মানুষ আসবে তখন আস্তে আস্তে বিশ্বাষ কমতে থাকবে।



কবির ভাই ও আমি একই শহরে বেড়ে ওঠা ২জন মানুষ। একই কলেজ লেখাপড়া একই পরিবেশে মানুষ। ফ্যামিলির স্যাটাটাস প্রায় কাছাকাছি। ২জনেই এখন বিদেশ থাকি। ২-৩ বছর পর তার সাথে ইন্টারনেট চ্যাটিঙ।

তার ভিতরের এই যে দু:খ বোধ তা দেখে অবাক হই। …………… কবির: ... কলি আপা, পাপড়ির খবর জানো, তারা কেমন আছে? (কলি, পাপড়ি আমাদের প্রতিবেশী। কবির এক সময় এদের বাড়িতে লজিং ছিল এবঙ সম্ভত: কলিকে বিয়া করার সপ্ন দেখতো, যেটা পুরন হয়নি। রেনেসা: ভাল আছে। কিছু কিছু খবর জানি।

কবির: পাপড়ির কি খবর? ওর স্বামী কি দেশে আসছিল? রেনেসা: একটি মেয়ে। থানার পুলের পাশে ২ তলা বাড়ি করছে। স্বামী মনে হয় কিছু দিনের মধ্যে আসবে। কবির: এই কিছু দিনতো ৫ বছর থেকে শুনছি। এটা আসলে কোন জীবন না।

যদিও আমরাও বিদেশে থাকি। ৫ বছরে ৩ বার দেশে গেছি। আমি ১মাস ১৫ দিন আগে দেশ থেকে ফিরেছি। রেনেসা: জীবন সম্পর্কে আপনাদের ধারনা এখন প্রখর। আপনারা ভালো বলতে পারবেন।

কবির: চিন্তা করো না। বিয়া করলে বুঝবা বিদেশ কেমন জিনিস, আর জীবন কারে কয়। ......১০ বছর গেলো বিদেশে আছি। কিছু করতে পারিনি। নিজের টাকা দিয়ে ভাই-বোন যাদেরকে লেখা পড়া শিখিয়েছি, তারা এখন ভালো চোখে দেখেনা।

মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই। কিন্তু সবার জন্যই আমি সব কিছু করেছি। এখন আমি আমার বউ বাচ্চা নিয়া আলাদা থাকি। রেনেসা: ইটস এ গেম। ইচ্ছা করলেই হারা যায়।

সবসময় জিতা যায় না। ভাই আমরা এখন পর্যন্ত সবাই ফেমিলি, বাবা-মা, ভাই বোনদের প্রতি টান অনুভব করি। এ জীবনে যা করেছে তা সবটুকু ফ্যামিলিরে দিছি। কবির: বিয়া কর তার পর বুঝবা। এখন বুঝবা না।

রেনেসা: আপনাদের ফ্যামিলি তো ভালো ছিলো। কবির: এখনো আছে। ছোটখাটো কিছু সমস্যা আছে এটা থাকবে। রেনেসা: সে ভাল নয়। নিজেদের প্রতি বিশ্বাষ।

কবির: ফ্যামিলিতে যখন ২/৩ জন বাহিরের মানুষ আসবে তখন এইটু হবেই। আস্তে আস্তে বিশ্বাষ কমতে থাকবে। রেনেসা: হ্যা। তার পরেও ভালো থাকতে হয়। কবির: হ্যা।

সবাই ভালো আছে! শুধু আমি ভালো নাই। রেনেসা: আপনিও ভাল আছেন। এখন শুধু একটু অভিমান!...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।