যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .
"গুগল মি" কি?
বর্তমান টেক-বিশ্বের হট টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে গুগলের ফেসবুক প্রতিদ্বন্দী "গুগল মি" । টেকনোলজি জগতের অনেক ক্ষেত্রে গুগলের সফলতা থাকলেও সোসাল নেটওয়ার্কিং-এ তাদের রেকর্ড খুবই খারাপ। orkut অনেক আগে থেকেই ব্যর্থ। ব্রাজিল ও ভারতে যাও কিছুটা ব্যবহার হত তাও ফেসবুকের জোয়ারে দিন দিন ভেসে যাচ্ছে । টুইটার-এর সাথে পাল্লা দেয়ার কথা থাকলেও ব্যবহারের দিক থেকে এর ধরে-কাছেও আসতে পারেনি "Google Buzz"।
সম্প্রতি গুগলের বহুল প্রত্যাশিত "Google Wave" প্রজেক্টও ব্যর্থ হওয়াটা গুগলের ব্যর্থতার মুকুটে আরেকটি পালক যুক্ত করল। সুতরাং, দেখা যাচ্ছে চেষ্টা করলেও খুব সহজেই গুগল সামাজিক হতে পারছে না। তাই তাদের নতুন প্রোডাক্ট "গুগল মি" এর ভবিষ্যত নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।
গুগলের ভাব-সাব দেখে মনে হচ্ছে তারা এবার ভাল ভাবেই যুদ্ধে নেমেছে (আগেও এরকম মনে হচ্ছিল)। তারা ইতিমধ্যেই সোসাল নেটওয়ার্কিং নিয়ে কাজ করা অনেককেই হায়ার করছে।
গবেষক দল গবেষণা করে বের করছেন মানুষ কেন গুগলের জিনিস ব্যবহার করে না বা বর্তমান সোসাল নেটওয়ার্কিং সাইটগুলোর কি কি সমস্যা আছে।
গেমিং বর্তমান সোসাল নেটওয়ার্কিং-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ফার্মভিল, মাফিয়া ওয়ার বা পোকার খেলার জন্য অনেক মানুষ সারাদিন ফেসবুকে পড়ে থাকে। এই ব্যাপার বুঝতে পেরে গুগল Zynga-র পিছনে প্রায় ১০০ মিলিয়ন ডলার খরচ করেছে । কিনে নিচ্ছে Aardvark-এর মতো কোম্পানি।
"গুগল মি"-তে কি কি থাকতে পারে:
১। নিরাপত্তা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন অনেকেই নিরাপত্তার জন্য ফেসবুক একাউন্ট দিলিত করে দিচ্ছে। ফেসবুক এখনো এই নিরাপত্তা জিনিসটা কিরকম হবে তা বুঝে উঠতে পারেনি। ফলে প্রায়ই তাদের 'Privacy Settings' পরিবর্তন হচ্ছে।
গুগল এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যদিও গুগলের অতীত বলে নিরাপত্তার বিষয়ে তারা অনেক উদাসীন।
২। বর্তমান সোসাল নেটওয়ার্কিং-এ আমরা আমাদের সাথে সম্পর্কিত সবাইকে এক নামে ডাকি। যেমন, ফেসবুকে সবাই আমাদের Friend।
আমার friend-ও friend, আবার আমার ভাই, বোন, মামা, খালু এরাও friend। গুগলের মতে আমাদের সম্পর্কগুলো বিভিন্ন রকম। সবাই আমাদের friend না, আবার সব friend-ও সমান না। তাই, গুগল মি তে বিভিন্নরকম রিলেশনশিপ দেখলেও অবাক হব না।
এই লিঙ্কের স্লাইডশো টি(২২৪ টি স্লাইড, সময় ও সাহস থাকলে দেইখেন) দেখলে আশা করি গুগল মি এবং এর ফিচারগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন।
ফেসবুক কি ভাবছে?
"গুগল মি"-এর ব্যাপারে ফেসবুক এখনো কিছুই বলেনি। সম্প্রতি ফেসবুকের নতুন ফিচার "Ask Question" দেখে মনে হচ্ছে গুগল মি নয় বরং গুগল কে নিয়েই ফেসবুকের চিন্তা।
গুগল কি ভাবছে?
গুগল মি এর ব্যাপারে গুগলের সি.ই.ও। এরিক স্মিত কে প্রশ্ন করে উনি জবাব দেন, "The World Doesn’t Need A Copy Of The Same Thing" । ডিপ্লোমেটিক!!!!!
আমি কি ভাবছি?
আমার মতে গুগল মি হতে পারে Plaxo -এর মত একটা সাইট, যার সাথে আমরা অন্যসব সাইটগুলোকে যুক্ত করতে পারব।
যুক্ত করা সাইটগুলোর যেকোনো আপডেট গুগল মি-তে real time দেখা যাবে এবং সেখানে কমেন্টও করা যাবে। আবার গুগল মি-এর আপডেটগুলোও সংযুক্ত সাইটগুলোতে চলে যাবে।
আমরা যত যাই বলি না কেন, সময়-ই বলে দিবে কেমন হবে গুগল মি। তবে "গুগল মি" কেমন হতে পারে সে ব্যাপারে আপনার কোন মতামত থাকলে কমেন্টে সবার সাথে শেয়ার করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।