আমাদের কথা খুঁজে নিন

   

৭২ এ ফেরা না ফেরা ও কিছু কথা ।

কালের সাক্ষী

বর্তমানে আমদের দেশে একটি বিষয় নিয়ে খুব বিতর্ক চলছে । আর তা হল , ৭২ এর সংবিধানের ফেরত যাওয়ার বিষয়ে । একটা কথা আমার বুঝে আসে না আর তা হল , জাতির পিতা বলে আমরা যাকে দাবি করি , সেই শেখ মুজিব কি ৭২ এর সংবিধানে বিশ্বাস করতেন । না করতেন না । কারন তিনি নিজে সেই সংবিধানকে তিন তিনবার কাটা কাটি করেছেন ।

তার মানের ৭২ এর সংবিধান স্বাধীনতার চেতনাই তৈরি করা হয় নি । যদি তাই হতো ,তাহলে যিনি স্বাধীনতার স্থপতি তিনি কি সেই সংবিধান চেঞ্জ করতে পারেন । পঞ্চম সংশোধনী বাতিলের পর অটোমেটিক ভাবে নাকি ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া হয়েছে ? বড় হাসি পাই এই আবালদের কথা শুনলে । আরে আমি যদি ৫ তলা থেকে এক তলা নিচে নামি তাহলে কি আমার ২ তরাতে নামা হবে নাকি ৪ তলাতে নামা হবে । নিশ্চয় ৪ তলাতে ।

তাহলে কথা হল , আওয়ামী লীগ কেন ৭২ এ ফিরতে চাই ? কারন হল ৪র্থ সংশোধনী করে বঙ্গবন্ধু নিজে বাকশাল করেছে । আর এ সময়ে ফিরতে চাওয়ার পরিনাম আওয়ামী লীগ জানে । পঞ্চম সংশোধনী না হরে আজকের আওয়ামী লীগ ই রাজনীতি করতে পারত না । কারন বাপে এইটাকে ত্যজ্য করে গেছেন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।