আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখি কিভাবে মোবাইলের বিভিন্ন বেসিক অপশনগুলো প্রেম করার জন্য বা প্রেম চালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারি

কত তারা আকাশে... মোবাইল নেয় এমন তরুণ তরুণী হয়তো এখন আর দেশে খুজেঁ পাওয়াই কঠিন। সবার হাতে হাতে রয়েছে মোবাইল। আসুন দেখি কিভাবে মোবাইলে বিভিন্ন বেসিক অপশগুলো প্রেম করার জন্য বা প্রেম চালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারি। কন্টাক্ট : মানে যোগাযোগ। প্রেম করতে চাইলে আপনাকে অবশ্যই নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

মেয়ে কি করে কোথায় যায়, কার সাথে মিশে এই আর কি। মেয়ে রেজিস্টার: এখানকার অপশনগুলা দেখে নেয় মিসড মেয়ে: একটা মেয়ে যখন আপনার জীবনে উকিঝুকি দিয়ে যায় কিন্তু ধরা দেয় না তখন সেই মেয়েটাকে আমরা মিসড মেয়ে হিসেবে গণ্য করতে পারি। যে কোনো ছেলের জীবনে এই মিসড মেয়ের সংখ্যাই বেশি। তবুও আশাহত হবার কোনো কারণ নেই কেননা "ব্যর্থতাই সফলতার চাবিকাঠি" ডায়াল মেয়ে: প্রেম করতে চাইলে এই অপশনটুকু আপনাকে বেশি ব্যবহার করতে হবে। কোনো বাছবিচার করবেন না, কারণ একটা না একটাতো লাগবেই।

তবে দু:খের ব্যাপার এই যে সব মেয়েই যে ধরা দিবে এমন টা আশা করা বৃথা। রিসিভড মেয়ে: আহ!!! একটা ছেলের জীবনে এর চেয়ে সফলতা আর কি হতে পারে। কারণ এই সফলতা তো আর একদিনে আসে নাই। অনেক ডায়ালড মেয়ে আর মিসড মেয়ের পরেই এই রিসিভড মেয়ে আসার কথা। তখন কিন্তু একটা কথাই মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই অনেক কঠিন।

সেটিংস: মোবাইলের এই অপশন গুলো আমরা খুব ভালো ভাবে কাজে লাগাবো। কারণ আমাদের সফলতা নির্ভর করবে এই সেটিনগস এর উপরই। টোন সেটিংস: আপনার কথা বার্তা বলার স্টাইল ঠিক করে নিন। অনেকটা মডার্ন হওয়ার চেষ্টা করুন। গলার মধ্যে মধুরতা নিয়া আসুন তাই বলে একেবারে মেয়েদের মতো না।

স্ট্রিক্টলি কিছু বলে ফেলার ক্ষমতা অর্জন করুন। ডিসপ্লে সেটিংস: যখন যে মেয়ের সামনে থাকবেন তখন সে মেয়ের ছবি রাখুন ডিসপ্লেতে । বৃত্তান্ত সেটিংস: এবার কিন্তু আপনাকে ঝারিবাজের ভূমিকা পালন করতে হবে। নিজেকে নিয়ে একটু বড় বড় কথা বলুন। যেমন : আপনি অমুক পরিবারের ছেলে, আপনার বাবার এটা আছে, সেটা আছে।

আপনি তমুখ ভার্সিটিতে পড়েন। আপনার ক্ষমতা অনেক। আরো যতোভাবে নিজেকে শোঅফ করা যায় আর কি। কারণ গবেষণায় দেখা গেছে যে , মেয়েরা এসব কথায় বেশি পটে যায়। সময় সেটিংস: এই অপশনটা শুধু তাদেরই কাজে লাগবে , যারা একই সময়ে অনেক প্রেম চালিয়ে যেতে যান।

কারণ সব মেয়েই তো চাই তার প্রেমিকের কাছ থেকে অনেক সময় পেতে, প্রতিদিন মোবাইলে কথা বলতে। তাই আপনাকে হতে হবে অনেক দক্ষ, যাতে আপনার সব কয়টা প্রেমিকাকে সন্তুষ্ট রাখতে পারেন। এজন্য আপনি দরকারে অনেক সিম ব্যবহার করতে পারেন। পারলে মোবাইল ও ২-৩ টা সাথে রাখবেন। এক রাত অমুখ প্রেমিকার সাথে কথা বললেন তো কাল রাত অন্য প্রেমিকার সাথে অন্য সিম দিয়ে।

এছাড়া আপনাকে ডেটিং এর সময় ঠি করে রাখতে হবে। কাকে কখন । কতক্ষণ সময় দিবেন। এজন্য আপনি মোবাইলের আরেকটা অপশন রিমাইন্ডার ব্যভার করতে পারেন। রিমাইন্ডার নিয়ে বিস্তারিত পরে আলোচনা করছি।

ব্যয় সেটিংস: এ ব্যাপারে আপনাকে একটু মিতব্যয়ী হওয়া লাগবে। আর প্রেমিকা যদি অনেক হয় তাহলে তো কথায় নেই , ডেটিং -ফেটিং একটু কম মারার চেষ্টা করবেন। কারণ আজকাল মেয়েরা ডেটিং এ গেলে খাওয়ার উপরই থাকে। আর পারলে বড়লোকের মেয়ে দেখে প্রেম করেন , খরচ টা একটু কম হবে। এলার্ম ক্লক: প্রেম করার জন্য আরেকটি জরূরী অপশন ।

যারা একের অধিক মেয়ের সাথে প্রেম করতে চান তাদের জন্য এলার্ম ক্লক খুব ই প্রয়োজনীয় জিনিস। মানে কোনো মেয়ের সাথে কতক্ষণ টাইম দিবেন এটা ঠিক করতে এলার্ম ক্লক অপশনটি আপনি ব্যবহার করতে পারেন। মেসেজ: এবার দেখি মেসেজ ফাংশনের ৩ টা অপশন কিভাবে কাজে লাগানো যায় : ইনবক্স: আপনার ইনবক্স এ থাকা মেয়েদের সব মেসেজ রাখে দিন। কারণ এই মেসেজগুলোই পরে অন্য মেয়েকে পাঠাতে পারেন। আপনাকে আর কষ্টকরে নতুন মেসেজ লিখা লাগবে না।

ড্রাফটবক্স: মোবাইলের এই অপশন টিকে আপনি বিভিন্ন মেয়েদের নাম আর মোবাইল নং মেসেজ আকারে সেভ করে রাখতে পারেন। ফোনবুকে মেয়েদের নামে নাম্বার সেভ করা নিরাপদ নয় , তাই আপনি এই অংশটিকে ব্যবহার করতে পারেন। সেন্টবক্স: খুবই সাবধান। এখানে যেনো কোনো মেসেজ না থাকে । কেননা , কোনো মেয়ে আছে যারা ছেলেদে সেন্টবক্স চেক করতে পছন্দ করে।

রিমাইনডার: যারা অনেক প্রেম করেন তাদের জন্য , এটা অতি আবশ্যকীয় অপশন। কোন তারিক কোন মেয়ের সাথে ডেটে যাবেন, কখন কোন মেয়ের সাথে মোবাইলে কথা বলতে হবে এই জিনিসগুলা মনে করিয়ে দেওয়ার জন্য এই অপশন টা ব্যবহার করা যেতে পারে। এবার আসি সিম কার্ডের কথা , সিমকার্ডের জন্য আপনি বাংলালিংক, গ্রামীণ , ওয়ারিদ যা হাতের কাছে পান তাই ব্যবহার করতে পারেন। তবে যার সাথে কথা বলবেন ১২১ করতে কিন্তু কখনো ভুলবেন না। পূর্বে রম্যফান এ প্রকাশিত।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.