আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশী বংশোদভূত হেনসেন ক্লার্ক

ডুবে আছি রক্তাক্ত ঋণের কিনারে

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশী বংশোদভূত হেনসেন ক্লার্ক Thursday, 05 August 2010 মিশিগান থেকে এনা: রুশনারা আলীর মতো যুক্তরাষ্ট্রের হেনসেন হাশেম ক্লার্কও ইতিহাস গড়লেন। ৩রা আগস্ট অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে ইউএস কংগ্রেসম্যান (মিশিগান কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ১৩) হিসেবে জয়ী হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত কংগ্রেসম্যান হতে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, মিশিগান স্টেটে ডেমক্র্যাটদের ভোটার বেশি। তাই প্রাইমারিতে জয়ী হওয়ার অর্থ হচ্ছে চূড়ান্ত নির্বাচনের বিজয়। ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত নির্বাচন।

সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ফলাফলের জন্য। হেনসেন পরাজিত করেছেন ৭ মেয়াদের কংগ্রেসউওম্যান ক্যারলিন চীকস কিলপ্যাট্রিককে। উল্লেখ্য, সিলেট বিভাগের বিয়ানিবাজারের শ্রীধরা গ্রামে জন্মগ্রহণকারী বাংলাদেশী আমেরিকান মোজাফ্‌ফর আলী হাসেম এবং আফ্রিকান আমেরিকান থেলমা ক্লার্ক-এর পুত্র হেনসেন মিশিগানের ডেট্রয়েট সিটিতে জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২রা মার্চ। ৮ বছর বয়সে পিতাকে হারান তিনি। মা থেলমা স্কুল প্রহরীর চাকরির মাধ্যমে তার লেখাপড়া অব্যাহত রাখেন।

মেধাবী ছাত্র হেনসেন কৃতিত্বের সঙ্গে হাইস্কুল গ্র্যাজুয়েশনের পর উচ্চ শিক্ষা গ্রহণ করেন নিউ ইয়র্কের করনেল ইউনিভার্সিটি থেকে। ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করার পর তিনি ভর্তি হন ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন ইউনিভার্সিটির ল’ স্কুলে। ১৯৮৪ সালে জ্যুরিস অব ডক্টর ডিগ্রি নিয়ে আইন পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯০, ১৯৯৮ এবং ২০০০ সালে মিশিগান স্টেট এসেম্বলি এবং ২০০২ ও ২০০৬ সালের নির্বাচনে মিশিগান স্টেট সিনেটর হিসেবে বিজয়ী হয়ে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। সৎ, মেধাবী এবং সুশিক্ষিত রাজনীতিক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী হেনসেন মিশিগানের পরিধি পেরিয়ে জাতীয় রাজনীতিতে অবতীর্ণ হওয়ার আগ্রহ থেকেই ইউএস কংগ্রেসম্যান হিসেবে এ প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন।

উল্লেখ্য, হেনসেন ক্লার্কের নির্বাচনী এলাকায় বাংলাদেশী আমেরিকান ভোটারের সংখ্যা মাত্র এক হাজার। তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেরা ভোট প্রদানের পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করেন। হেনসেন ক্লার্কের পক্ষে কম্যুনিটিতে অবিস্মরণীয় একটি ঐক্য গড়ে উঠেছিল। সম্ভবত এ কারণেই তার বিজয় নিশ্চিত হয়। তিনি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৩৫ আসনের হাউজ অব রিপেজেনটেটিভে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত রোমান ক্যাথলিক সদস্য।

এর আগে কোন স্টেট পার্লামেন্টেও তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশী আমেরিকান সদস্য। হেনসেনের প্রাইমারির ফলাফল সমন্বয়কারীর অফিস স্থাপন করা হয় ডেট্রয়েট ডাউন টাউনে পার্ক এভিনিউতে সেঞ্চুয়্যার হোটেলে। সেখানে গভীর রাতে বিজয়োৎসব করেন শ’ শ’ সমর্থক পরিবেষ্টিত হেনসেন ক্লার্ক। এ সময় উল্লসিত জনতার সামনে মিডিয়াকে প্রদত্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিজয় জনগণের। এ বিজয়ে বাংলাদেশী আমেরিকানদের ভূমিকা অস্বীকারের উপায় নেই।

এ সময় এনা’র প্রতিনিধি সৈয়দ শাহেদ চৌধুরী, হ্যামট্রমিক সিটি কাউন্সিলম্যান কাজী মিয়া, মুজিবর রহমান, প্যাক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসান তাকরীম সেখানে ছিলেন। ক্লার্ক বিজয়ী হলেন ৪৭% ভোট পেয়ে। তার বিজয় বার্তা গভীর রাতেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে ছড়িয়ে পড়লে সকলে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। অনেকেই ফোন করে অভিনন্দন জানান তাকে। মানবজমিন - ৫ আগস্ট ২০১০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.