আমাদের কথা খুঁজে নিন

   

লাদেনের স্ত্রীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকৃতি পাকিস্তানের এদিকে ওবামা বলেছে লাদেনের ছবি প্রকাশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি


ইসলামাবাদের অ্যাবোটাবাদের বাড়ি থেকে উদ্ধারকৃত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের স্ত্রী আমাল আল সাদাহকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। এ নিয়ে দু'দেশের মধ্যে এখন চলছে ঠাণ্ডা কূটনৈতিক লড়াই। গত বুধবার মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আমালের সাথে দেখা করে কথা বলতে চাইলে পাকিস্তান কর্তৃপক্ষ তাতে অস্বীকৃতি জানায় বলে খবর প্রকাশ করেছে মেইল অনলাইন। এদিকে হত্যা অভিযানে মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আমালকে লাদেন মানবঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন বলে যা বলা হয়েছিলো আমাল পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে তা অস্বীকার করেছেন। অভিযানের সময় তাকেও গুলি করা হয়েছিলো বলে জানানো হয়।

আমালের বয়স মাত্র ২৭ বছর। তিনি ইয়েমেনের নাগরিক। সন্ত্রাসবাদীদের লিংকে পারিবারিকভাবেই আফগানিস্তানে তাদের বিয়ে হয়েছিলো বলে জানান আমাল। নিরাপত্তার জন্য লাদেন তাকে বিয়ের পর ইয়েমেনে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে গত কয়েক বছর ধরে তিনি আবার লাদেনের সাথে বসবাস করতে থাকে।

২০০৫ সাল থেকে তারা অ্যাবোটাবাদের ওই বাড়িটিতে বসবাস করছিলো। লাদেনকে বিয়ে করে তিনি গর্বিত বলেও জানায় এদিকে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মৃতদেহের ছবি প্রকাশ করা হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ বৃহস্পতিবার সিভিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মার্কিন প্রশাসন লাদেনের হত্যার পর সমগ্র বিশ্বের প্রতিক্রিয়ার উপর নজর রাখছে। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে লাদেনের মৃতদেহের যে ছবি প্রকাশ করা হয়েছে তা সত্যি নয় বলে তিনি জানান।

তিনি আরো বলেন, লাদেনের ছবি প্রকাশ করা না হলেও তাকে যে আমরা হত্যা করেছি এটা সম্পর্কে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তিনি সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিককে বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি ওসামাকে দ্বিতীয়বার পৃথিবীর বুকে হাঁটতে দেখবে না। এদিকে আজ বৃহস্পতিবার ওবামার নিউইয়র্কে ৯/১১ ধ্বংস হওয়া টুইন টাওয়ারের স্থানে যাবার কথা রয়েছে। সেখানে তিনি ৯/১১-এর হামলায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন। উল্লেখ্য, বুধবার ওবামা নিহত লাদেনের বিভৎস লাশের ছবি নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এই আশঙ্কায় প্রকাশ করা হবে না বলে জানিয়েছিলেন।

ওসামা বিন লাদেন ১ মে পাকিস্তানে মার্কিন কমান্ডো অভিযানে নিহত হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.