আমাদের কথা খুঁজে নিন

   

কারামুক্তির পর হাসপাতালে মোবারক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক। আজ  বৃহস্পতিবার মুক্তির পরপরই আদালতের নির্দেশে তাঁকে কায়রোর তোরা কারাগার থেকে ওই শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি পুলিশ প্রহরায় থাকবেন।

হাসপাতাল থেকে পরে তাঁকে বাড়িতে নেওয়া হতে পারে। তবে সেখানেও তিনি গৃহবন্দী থাকবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আজ বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, চলমান জরুরি অবস্থার কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মিসরের এ মুহূর্তের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে মোবারককে মুক্তি দেওয়া নিয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। তবে মুক্তি পাওয়া সত্ত্বেও রাজনীতিতে মোবারকের নতুন করে সক্রিয় হওয়ার সম্ভাবনা খুবই কম।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।