আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপোলো ইস্পাতের আইপিওর স্থগিতাদেশ প্রত্যাহার

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক বিবেচনায় অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
অ্যাপোলো ইস্পাতের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১০ টাকা মূল্যমানের ১০ কোটি সাধারণ শেয়ার প্রতিটি ১২ টাকা প্রিমিয়ামসহ ২২টায় ইস্যু করে ২২০ কেটি টাকা উত্তলন করবে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের ৪৬০তম সভায় অ্যাপোলো ইস্পাতকে আইপিও ছাড়ার অনুমতি দেয়া হয়েছিল। ৪৬৮তম সভায় উক্ত কোম্পানির প্রাথমিক চাঁদা গ্রহণের তারিখ স্থগিত করা হয়।


বিজ্ঞপ্তিতে অ্যাপোলো ইস্পাতের আইপিওর স্থগিতাদেশ প্রত্যাহারের কারণ সংশোধন করা হয়েছে বলে জানানো হয়।
এতে বলা হয় ,“চাঁদা স্থগিত করার পর কোম্পানি শেয়ার হোল্ডারদের অভিযোগ নিষ্পত্তির জন্য আদালতের আদেশ অনুযায়ী পরিচালকদের কিছুসংখ্যক শেয়ার অভিযোগকারী শেয়ারহোল্ডাদের অনুকূলে হস্তান্তর করেছে। ”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “কোম্পানির করসংক্রান্ত বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে কোম্পানির সব পরিচালকের ঋণসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে, যা সংশোধিত প্রসপেক্টাসে অন্তুর্ভুক্ত হয়েছে।
“পাশাপাশি অন্যান্য বিষয়ে কোম্পানিকর্তৃক প্রদত্ত ব্যাখ্যা গ্রহণ করা হয়েছে এবং প্রসপেক্টাসে অন্তুর্ভুক্ত হয়েছে।


এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর অ্যাপোলো ইস্পাত লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামসহ মোট ১০ কোটি শেয়ার ছেড়ে ২২০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেয় বিএসইসি।
অর্থমন্ত্রী অবুল মাল মুহিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিএসইসির সিদ্ধান্তের আপত্তি জানান।
৬ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে আপত্তি জানান অর্থমন্ত্রী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কিছু বিষয়ে তদন্তেরও নির্দেশ দেন মন্ত্রী।
১২ ফেব্রুয়ারি বিএসইসি কোম্পানির আইপিও প্রক্রিয়া স্থগিত করে।


এক মাস পর মন্ত্রী নিজেই অ্যাপোলো ইস্পাতের আইপিও অনুমোদন দিতে বিএসইসিকে চিঠি দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.