আমাদের কথা খুঁজে নিন

   

domain name কাহিনী



গত ৩-৪ মাস ধরে redhat enterprise linux নিয়ে ঘাটাঘাটি করলাম। practical টা lab এর lan এই করে নিচ্ছিলাম। কিন্তু web এ কাজ করতে পারছিলাম না। web server করার জন্য real ip আর domain name লাগবে। real ip এর জন্য| isp তে request করলাম।

পেয়েও গেলাম একটা। isp তে একজন পরিচিত ছিল। তাই bandwidh ও বাড়িয়ে নিলাম। এখন শুধু domain name কিনতে হবে। ভেবেছিলাম,domain name কিনার সময় আমার DNS টা দিয়েই registration করব।

আবার isp তে গেলাম। কারন আমার credit card নেই। তাদের কে নাম দিলাম netadda.net.বলল হয়ে যাবে। ঐ দিন ই regstrtion করা হল। কিন্তু whois এ দেখি অন্য একটা company এর নাম দেখাচ্ছে ।

বুজলাম না বেপার টা। পরে জিগেস করলাম,ওরা বলল ওরা domain name টা আরেকজনের কাছ থেকে কিনে নিয়েছে। ওরা হচ্ছে reseller.ভালো......আমি isp কে বলেছিলাম domain name এর dns টা আমি ready করব। তাই আমার dns :ns.netadda.net টা দেখিয়ে দিতে বলি। আমি চাচ্ছিলাম না isp এর dns এর client হতে।

৩ দিন চলে যায় কোনো কাজ ই হ্য় না। আজ এই ঝামেলা কাজ উনি ব্যাস্ত এভাবেই চলছিল। এ দিকে আমি DNS ready করে বসে আছি। ৫ দিন পর বলল ,কাজ হয়ে গেছে। whois এ গিয়ে দেখি তারা তাদের dns দিয়ে রাখছে।

মেজাজ গেল গরম হয়ে। বলাম,domain name এর control panel টা আমাকে দিতে । তাও নাকি দেয়া যাবে না। তাহলে এতো টাকা দিয়ে নিলাম কেন???আমি যখন ইচ্ছা আমার web server,DNS change করতে পারব না। তাদেরকে জানাতে হবে ।

তারা করে দিবে। এর মানে হচ্ছে তাদের পিছন পিছন আমাকে ঘুরতে হবে। তারা আমার কাছ থেকে টাকা ও তুলনামুল ক ভাবে বেশি নিয়েছে। যতটুকু বুজলাম control panel মনে হয় তাদের কাছেও নাই। তারা তাদের dns এ আমাকে client করে দিছে।

নিজের মত কাজ করতে পারবো না তাই ক্ষান্ত দিলাম । অনেক গুলো টাকা পানিতে পড়ল। আমি এখন চাচ্ছি আরেকটা domain name কিনব যেখানে control টা আমার হাতেই থাকবে। paper এ add দেখে কয়েক জায়গায় যোগাযোগ করলাম। কেউ control দিবে না......।

ভাবছি netadda.net এ নিজে ব্লগিং করব। আর আরেকটা domain name কিনে experiment টা করব.........। কিন্তু বুজতেসি না কোথা হতে এমন domain name কিনতে পারি......। কেউ জানলে বলবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।