আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদশ আমার আপনার !!

জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়।

১৯৭১ সালে বীর মুক্তিযোধারা আমাদের এই বাংলাদেশ স্বাধীন করে। অনেক মায়ের বুকখালি হয়ছে। অনেক মা বোন লাঞ্চিত হয়েছে। এই দেশ স্বাধীন করতে যেমন মুক্তিযোদ্ধাদের অবদান আছে তেমনি শেখ মুজিব জিয়াউর রহমানের ও অবদান আছে।

আরও আছে মাওলানা ভাসানীসহ অনেকের। জনগনের অভাব অনটন সহ বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ বিষয় গুলা সমাধানের জন্য সরকার গঠন করা হয়। জনগনের মোলিক চাহিদা হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্কা ও চিকিতসা। এইসবের পর যা আসে তাহলো দ্রব্য মূল্য, বিদ্যুৎ , গ্যাস পানি। একটি দেশে যখন এইসব চাহিদা পূরন হবে তখন অন্যান্য বিষয় গুলো প্রাধান্য পায়।

কিন্তু আমাদের এই সোনার দেশটির অবস্থা সম্পূর্ণ বিপরীত। আগে অন্যান্য বিষয় গুলা প্রাধান্য পায় তারপর জনগনের মৌ্লিক চাহিদা। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। সংবিধান কুপাইয়া সমান করেন অথবা ৭৪ ৭৫ ৭৬ যেখানে ইচ্ছে যান আমাদের তেমন কোন সমস্যা নাই। শেখ মুজিবের হত্যার বিচার করেন।

রাজাকারের বিচার করেন। এইসব জনগনের মুখের দাবি কিন্তু পেটের দাবি না। শান্তির দাবি না। আগে জনগনের মৌলিক দাবি গুলা পুরন করেন দয়া করেন। জনগনের জন্য কি আপনাদের একটু ও দয়া মায়া হয় না??? শেখ মুজিবের হত্যাকারী যারা বেচে আছে উনাদের কি অবস্থা সেটা তো জানিনা।

২ ৩ জন ফাসি দিয়ে কি বিচার শেষ?? রাজাকার কয়জন জেলে আছে?? বাইরের গুলোকে কবে ডুকানো হবে?? আওয়ামীলীগে যে রাজাকার গুলো আছে উনারা কি শাস্তি পাবেন?? নাকি আওয়ামীলীগের রাজাকার বলে উনারা শাস্তি দিবেন?? ৭৪ এর সংবিধানে ফেরত গিয়ে দেশের কত লাভ হবে? রমজান মাস সামনে এইসব সংবিধান পিছানো বাদ দিয়ে দ্রব্য মূল্যের ব্যাপার টা নিয়ে ভাবেন। তাতে সবার উপকার হবে। ডিজিটাল বাংলাদেশ ৭৪ এ ব্যাক মারতেসে ভাবতেই হাসি পাই। ডিজিটাল বাংলাদেশে বিদ্যুৎ নাই গ্যাস নাই পোষ্ট টা কারও খারাপ লাগলে মাইনাস মাইরেন। উলটা পালটা কইয়েন না প্লিজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।