আমাদের কথা খুঁজে নিন

   

জালিমের কাছে ইসলাম ততক্ষনই ধর্ম যতক্ষন তা মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ

ধনী ও উচ্চবিত্তরা ইসলাম ততটুকুই বরদাশত করে, যতক্ষন তা গরিবের হক ও ইনসাফের ব্যাপারে কোন কথা বলেনা, চুপ থাকে। জালিমের কাছে ইসলাম ততক্ষনই ধর্ম যতক্ষন তা মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ। ধর্ম যতক্ষন ব্যক্তিগত ও পারলৌকিক স্বার্থোদ্ধারের উপায় মাত্র ততক্ষনই তা ধর্ম ধর্ম বলে বিবেচিত। কিন্তু ধর্ম যখন ব্যক্তির বদ্ধ গন্ডি অতিক্রম সমাজে-সংস্কৃতির পরিসরে ও রাজনীতির পরিমন্ডলে এসে দাবি করে গণমানুষের অধিকার আদায় ও ইনসাফ কায়েমও তার সংকল্পের অন্তর্গত তখন তার বিরুদ্ধে হেন কোন মারনাস্ত্র নাই যা নিয়ে জালিম ঝাপিয়ে পড়েনা। --দার্শনিক ফরহাদ মজহার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।