আমাদের কথা খুঁজে নিন

   

মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের নামে মামলার প্রতিবাদ : বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করতেই আ’লীগ সরকার বিরোধী জাতীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে -খালেদা জিয়া



বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করতেই আ’লীগ সরকার জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। তারা অতীতেও বিরোধী জাতীয় নেতাদের হয়রানি ও হেয়প্রতিপন্ন করতে নিকৃষ্ট অপকৌশল নিয়েছিল। কিন্তু জনগণ তাদের সে স্বপ্ন আগেও পূরণ হতে দেয়নি ভবিষ্যতেও দিবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি বিরোধী নেতাদের সাথে গণতান্ত্রিক আচরণ না করে তাহলে তারা যে ফাঁদ পেতেছে তাতে আ’লীগকেই সেই ফাঁদে একদিন পড়তে হবে। গতকাল সোমবার দলের মহাসচিব বর্ষিয়ান জননেতা খোন্দকার দেলোয়ার হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মো. রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকা, পঞ্চগড়, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বেগম জিয়া বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার হামলা, মামলা, হত্যা, নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করতে ব্যর্থ হয়ে এখন তারা নতুন কর্মসূচি হাতে নিয়েছে। সাজানো মামলা দিয়ে জনপ্রিয় বিরোধী জাতীয়-নেতাদের হয়রানি ও হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এই ধরনের নিকৃষ্ট অপকৌশল অতীতেও অবলম্বন করে তারা জনগণের গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করতে পারেনি। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণই বিএনপির মূল শক্তি।

কোনো অপশক্তিই আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে পারবে না। বিএনপি গণদাবির স্বপক্ষে বরাবরই আপোষহীন। কোন মিথ্যা মামলা দিয়ে আমাদের মুখ বন্ধ করা যাবে না। তিনি বলেন, বর্তমান ক্ষমতালি≈ সরকার জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিরোধী দলকে দমন করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে একদলীয় বাকশালের ন্যায় একক কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা। যাতে কোন গণতান্ত্রিক শক্তি তাদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে।

কিন্তু তাদের সে সুখস্বপ্ন কখনোই সফল হবে না। বিএনপি চেয়ারপার্সন অবিলম্বে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। তিনি হামলা, মামলা, নির্যাতন বাদ দিয়ে আওয়ামী সরকারকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহবান জানান। অন্যথায় তারা যে ফাঁদ পেতেছে তাদের নিজেদের গড়া সেই ফাঁদে একদিন নিজেদেরকেই পড়তে হবে বলে বিএনপি চেয়ারপার্সন হুঁশিয়ারি উচ্চারণ করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।