আমাদের কথা খুঁজে নিন

   

ডন আলীমের...... "মৃত্যুর পরের কাব্য"

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

কি বিস্ময় জেগে ওঠে হূদয়ে দু:খ তারার মেলায় একদিন হারাতে হবে সাঁন বাধাঁনো কবরে বৃষ্টিও পড়বে না আমার কবরটা কাঁচা রেখ তোমরা না হয় কবর দিও না, মমি করতে বলবো না কখনো ফেলে রেখেই চলে যেও যত দ্রুত পার, দু:খ পাব না। দুখের দহনে জ্বলে জ্বলে আমি আর দুঃখ পাই না। মৃত দেহ নিয়ে শোক রচনা করে করে কোন লাভ নেই মরনোত্তর সংবর্ধনা দিয়ে কিছু অপচয় করো না। ...............................আগষ্ট ০৪, ২০১০ ইংরেজী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।