আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেনে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

পিরোজপুর সদর, জিয়ানগর ও মঠবাড়িয়া উপজেলার এই ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছেন জেলা মৎস্য বিভাগের উপপরিচালক মো. অলিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রবল বর্ষণ ও জোয়ারের কারণে পিরোজপুর সদর, জিয়ানগর ও মঠবাড়িয়া উপজেলার ১ হাজার সাতশ’ ৬৮টি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে।
ঘূর্ণিঝড়ে ওই তিনটি উপজেলাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ক্ষতিগ্রস্তরা। পুনর্বাসনে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তারা।
অবশ্য ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা কবে নাগাদ মৎস্য পুনর্বাসনের আওতায় আসবেন সে ব্যাপারে তেমন কিছু জানাতে পারেননি জেলা মৎস্য বিভাগের উপপরিচালক মো. অলিউর রহমান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।