আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেম ও স্বদেশী আন্দোলন কি শুধুই তাত্ত্বিক?

মিথ্যার পতন সন্নিকটে..........

ভারতের লোকেরা ভারতপ্রেমিক; অর্থাৎ দেশপ্রেমিক। বড় ধরনের ঠ্যাকায় না পড়লে তারা বিদেশী পণ্য কেনে না। আর বাংলাদেশের অনেক লোকও ভারতপ্রেমিক, যেটিকে দেশপ্রেম বলা যায় না। এটাকে এক ধরনের রাজাকারী বলা যেতে পারে। দেশীয় অনেক বাজারের প্রায় ৭৫% ভারতের পণ্য দ্বারা ভরপুর হতে পারে কেবল এ ধরনের রাজাকারদের জন্য।

কারণ এ রাজাকাররা ভারতীয় পণ্য পেলে দেশী পণ্যকে বর্জন করে। ঠ্যাকায় পড়ে নয়; তারা সখে ভারতীয় পণ্য কেনে ও কিনে আত্মগর্ব করে। তাই, আসুন স্বদেশী আন্দোলনের শরীক হই। আমরা কেউ বড় ধরনের ঠ্যাকায় পড়া ছাড়া বিদেশী (বিশেষত ভারতীয়) পণ্য কিনবো না। তাতে হয়তো দেশীয় শিল্প একটু হলেও অগ্রসর হবে এবং তা হবে কাজে দেশপ্রেমিক হওয়ার একটি লক্ষণ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।