আমাদের কথা খুঁজে নিন

   

সেতু ও সড়ক ভেঙ্গে শরীয়তপুরে যোগাযোগ ব্যহত

শুক্রবার দুপুরে শরীয়তপুর-মাদারীপুর সড়কে আঙ্গারিয়া বেইলি সেতুটি ভেঙ্গে পড়লে দক্ষিণাঞ্চলের সঙ্গে শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে ঝড়ের কারণে গত ২ দিনের প্রবল বর্ষণে শরীয়তপুরের জাজিরা ও গঙ্গানগর এলাকায় দুটি ডাইভারশন সড়ক ভেঙ্গে পড়ায় ঢাকার সঙ্গেও শরীয়তপুরের সরাসরি যোগযোগ বন্ধ রয়েছে।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচলের কারণে আঙ্গারিয়া বেইলি সেতুটি ভেঙ্গে পড়েছে। ফলে  দক্ষিণাঞ্চলের সাথে শরীয়তপুর, চাঁদপুর, কুমিল¬া ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দুপুরের পর থেকে বেশকিছু যাত্রীবাহী বাস ও শত শত মালবাহী যানবাহন সেতুর দুই পাড়ে আটকা পড়েছে।

লোকজন ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে যাচ্ছে।
এ সেতুর কাজ শুরু হয়েছে। শনিবার দুপরের পর পরই এ পথে পুনরায় সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করা যাবে বলে আশা প্রকাশ করেন প্রকৌশলী মো. জাহাঙ্গীর।
জেলা বাস মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, জাজিরা ও গঙ্গানগর এলাকায় দুটি ডাইভারশন সড়ক ভেঙ্গে পড়ায় ঢাকার সঙ্গে শরীয়তপুরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
তিনি জানান, এতে করে হাজার হাজার যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.