আমাদের কথা খুঁজে নিন

   

হতাশ-ক্ষুব্ধ দ্রাবিড়

বৃহস্পতিবার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্দিলাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
এক সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, “আমাদের দলের খেলোয়াড় এবং দলের সঙ্গে জড়িত প্রত্যেকে ভীষণ কষ্ট পেয়েছে। আমাদের পারফরম্যান্সের ওপরে এটা (স্পট ফিক্সিং) প্রভাব ফেলেছে ভেবে খেলোয়াড়রা বিধ্বস্ত। কারণ তারা প্রতি ম্যাচেই জিততে উদগ্রীব, যা টুর্নামেন্ট জুড়ে প্রতিফলিত হয়েছে।”
“একজন অধিনায়ক ও নেতা হিসাবে আমাকে নিশ্চিত করতে হবে যেন দলের সবাই নিজের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী রাজস্থান রয়্যালসের হয়ে খেলা চালিয়ে যেতে পারে।”
তবে এই ঘটনায় শুধু হতাশ নন, বেশ ক্ষুব্ধও ভারতের অনেক জয়ের নায়ক দ্রাবিড়। তিনি বলেন, “দল হিসাবে এ ধরনের ঘটনাকে আমরা কিছুতেই ছাড় দেব না। এ ব্যাপারে দলের মালিক এবং ব্যবস্থাপকরাও বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ। আমি নিশ্চিত, এই ঘটনায় নেয়া সব ধরনের পদক্ষেপ তারা সমর্থন করবেন।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।