আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ইসলামি রাজনৈতিক দলগুলির ভিন্ন পথ অনুসরন ও ইসলামি কর্মকান্ড!!!



বাংলাদেশের অনেক ইসলামি রাজনৈতিক দল, তাদের সবাই কোরান কে তাদের সংবিধাণ বলে প্রচার করে থাকে। কোরান কে সামনে ধরে তারা কোটি কোটি ধর্মভীরূ মানুষের সমর্থন নিয়ে খেমতার স্বাদ নিতে চায়।তাদের কাছে আমার প্রশ্ন - আসলেই কি তারা কোরানকে সংবিধাণ আর হযরত মুহাম্মদ (স কে তাদের নেতা মান্য করে? সকল ইসলামি রাজনৈতিক দল যদি কোরানকে সংবিধাণ আর হযরত মুহাম্মদ (স কে তাদের নেতা মান্য করে তবে তারা ভিন্ন নামে এবং ভিন্ন পথে কেন? তারা কেন একই সংবিধাণ ও নেতার কথা বললেও সব দল এক হয়ে বাংলার মাটিতে ইসলামি শাসন প্রতিষ্ঠা করেন না। বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশের মানুষকে উনারা ইসলামের আলোয় কতটুকু আলোকিত করেছেন? খেমতা ভাগিদারের সময় কি চেষ্টা করেছিলেন দেশকে ইসলামায়িত করতে? নাকি রুটি হালুয়ায় আকন্ঠ ডুবে সংবিধাণ ও নেতার কথা মনে ছিলনা। কয়েকটি ইসলামি দলতো দেশজুডে বোমাবাজি করে সাধারন মানুষ মেরে ইসলামি শাসন প্রতিষ্ঠার করতে চান। ইসলামি ছাএ ভাইদের ইসলাম প্রতিষ্ঠার রগকাটা ও হল দখলতো সর্বজনবিদিত। আপনাদের এহেন কর্মকান্ড দেখে বোকা বাংগালীরা যে আপনাদের গ্রহন করেনি তা নির্বাচন এলেই বুঝা যায়। আপনারা বানিজ্য বাদ দিয়ে কোরানকে সংবিধাণ আর হযরত মুহাম্মদ (স কে তাদের নেতা মান্য করে থাকলে তা যথাযথ অনুসরন করুন । আল্লাহ যেন আপনাদের হেদায়েত করুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.