আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা যারা.. ( সাভার নিয়ে কয়েকটি লাইন)

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম। তোমরা যারা, শাহবাগ চত্ত্বরে লক্ষ টাকার মোমবাতি জ্বালিয়েছো, হাজার হাজার টাকার পানি বিলিয়েছো হেফাজতের মিছিলে। তোমাদের কাছে একটাই অনুরোধ একটি করে মোমবাতির টাকা আর এক বোতল পানির দাম নিয়ে এসো সাভারে। তোমরা যারা, একটি লোকের ডাকে , নিজ পকেটের টাকা খরচ দেশের চারো প্রান্ত থেকে এসেছিলে ঢাকায় মিটিং করতে। তোমাদের ই কেউ বাবার পীর ত্বত্ত আর মুরিদদের মুশগুল। তোমারদের হাতে ধরি ভাই, একবার একটু সাভারে গিয়ে দেখ অসহায় গরিব মানুষ গুলিকে কিভাবে সাহায্য করা যায়। তোমরা যারা, দেশে ইসলামী শাসন কায়েমে ব্যাস্ত, ব্যাস্ত আবার বাবার অথবা স্বামীর স্বপ্ন পুরোনে। সাভারে গিয়ে দেখে এসো কিভাবে হাজারো প্রাণ দিচ্ছে যোগ মরণ মিছিলে। তোমাদের হাতে পরি, এই হাজারো প্রাণ বাঁচাতে কি করবে তোমরাই ভাল জানো, কিছু করো একটা মিলে মিছে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.