আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুদিবসের দেয়ালিকা - ২০০৩

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

সাবরিনা, অথবা আফরিনা, তোমার সহানুভূতি আর সান্ত্বনা এখনও আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। আমি জানি, তুমি আছো পৃথিবীর কোনও এক সীমানায়, আড়ালে লুকিয়ে কাঁদছো; আর হারিয়ে গেছো আন্তর্জাল হতে, কোনওদিন আর হবে না অন্তরঙ্গ আলাপন, সৌহার্দ বিনিময়।

তোমার স্বল্পদৈর্ঘ্য মেইলের কথাগুলো তাই গেঁথে রাখলাম কবিতার মাঝখানে, তোমার স্মৃতির সম্মানে। ... প্রিয় ভাইয়া, আমি কোনও কবি নই। আমি অতি সাধারণ এক অষ্টাদশী মেয়ে। আমি আপনার চেয়ে অনেক ছোট। কবিতা আমার ভালো লাগে; তাই কবিতা লিখি, যখন মন খারাপ থাকে।

এটাই আমার পরিচয়। আমি কানাডায় আছি। ... প্রিয় সবুজ ভাইয়া, কেমন আছেন? আশা করি আপনি সহ সবাই ভালো। যাহোক, আমি কোনও পত্রিকায় কবিতা পাঠাতে চাই না। কবিতা লিখি এমনি, ভালো লাগে, তাই।

ভাইয়া। আমার ভাইয়ের নামটিও সবুজ, তাই আপনাকে সবুজ ভাইয়া ডাকলাম। আপনার পত্রিকায় কবিতা পাঠাতে পারবো না বলে দুঃখিত ভাইয়া, খুবই দুঃখিত। দিনরাত্তির জুড়ে ভালো থাকুন। বাই।

... সালাম ভাইয়া। কেমন আছেন আপনি? ভাবী? আপনারা বাচ্চারা? সবাই ভালো তো? গত ক'দিন আমার মন ভালো ছিল না, তাই নিজেও জানি না আমি কী লিখেছি। ভাবীকে সালাম দেবেন। নিজের যত্ন নিবেন নিজের মতো করে। ... প্রিয় ভাইয়া, সালাম এবং হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।

ভাবীর প্রতি শুভেচ্ছা রইল। বাই......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।