আমাদের কথা খুঁজে নিন

   

সেই সব দিনগুলি আর কখনো পাবনা।

আমি মানুষের সেবা করতে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সালে অনার্সে ভর্তি হলাম। আর সেসময় থেকেই আমাদের বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হতে থাকল। একে একে আমরা ১৫ জনের একটি গ্রপ তৈরি করে ফেললাম। শরীফ, আজিজ, আসলাম, ইউসুফ, রাফি, ফুয়াকিন ভাইরাস ইমরান, নোভেল ক্যাডার সুমন, সারোয়ার, শমসের, নিজাম, নিতিশ, রুমা, রিক্তা ও ঝুমা।

আজ শরিফ আছে ফ্রান্সে, ইমরান ও সুমন অঘটন জন্ম দিয়ে দল থেকে বহিস্খার। কিন্তু তাই বলে আমাদের বাকি বন্ধুদের মধ্যে কোন ফাটল তৈরি হয় নি। আর আজো আমি পুরানো দিন গুলি খুজি। কিন্তু তা আর কথনো খুজে পাবনা। সারা বিকাল জুরে ক্যাম্পাসে বসে আড্ডা দিতাম।

যখনি মন চাইত আহসান মজ্ঞিল, লাল বাগ কেল্লা, সদরঘাট টার্মিনাল, বুরিঙ্গাগা ব্রিজ সহ আশে পাশের সব এলাকাতেই চষে বেড়াতাম। আজ সেই সব সোনালি দিনগুলি অনেক অনেক মিস করছি। আর সেই সব বন্ধুদের যাদের সাথে এখন কোন যোগাযোগ নেই। হয়ত কোন একদিন তাদের সাথে দেখা হবে। কিন্তু আজ "বন্ধু দিবসে" তাদের কথা বারবার স্নরন হচ্ছে।

আজ তাদের জন্য রইল বন্ধু দিবসের শুভেচ্ছা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।