আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রত্যাশিত সাক্ষাৎ ( বন্দু দিবসে মিয়া মুস্তাফিজের উপহার )



আট বছরের রবি, দশ বছরের বিসু আর এগার বছরের সাথী । এই তিন ভাই বোনের সাথে হঠাৎ দেখা হয়ে গেল একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের । মা মারা গেছেন এক মাস আগে। বাবা অসুস্থ, শারীরিকভাবে অচল। দিনাজপুর স্টেশন থেকে রেল লাইন ধরে বিরুলের দিকে সাত আট মিনিট হাটলেই তাদের দেখা মিলবে।

রেল লাইনের কাছে খোলা একটি টং ঘরে থাকে ওরা। আমার বন্ধু বিশ্ববিদ্যালয় শিক্ষক ফরিদ তাদের এই অবস্থা দেখে বিচলিত হয়ে ওঠেন। একটি মশারী কিনে দিলেন এবং আরো পাঁচ'শ টাকা দিলেন একটি চকি কিনার জন্য। তিনি খুবই চিন্তিত এইভেবে যে তিন অসহায় শিশু কি খেয়ে এবং কিভাবে বেঁচে থাকবে। তিনি তাদের বলেছেন আগামী জানুয়ারীতে তিনি আবার তাদের কাছে যাবেন এবং তাদের বাড়ি তৈরীর জন্য সাহায্য করবেন।

তবে তাঁর আশংকা এই বর্ষা, ঝড় বৃষ্টি কিভাবে পার করবে তারা । আমি ফরিদ সাহেবের এই মহানুভবতায় গর্ব বোধ করি। তাঁর সাথে আমার দেখা হয়েছিলো নেদারল্যান্ডে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ হলান্ড সরকারের ফেলোশিপ নিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স করছেন Development Studies বিষয়ে নেদারল্যান্ডের International Institute of Social Studies- এ. গবেষণার অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতেই তিনি দেশে এসেছেন । আমি তাঁর উজ্জল ভবিষ্যৎ কামনা করি এবং তাঁর মতো মহান হৃদয়ের ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় ঐ তিন ভাই বোনরে একটা ব্যবস্থা হয়ে যাবে ।

এই আমার আশা। ( অসহায় তিন ভাই বোন জানেনা কালকের দিনটি কেমন হবে ) ফরিদ সাহেবের মেইলের একটি অংশ ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করলাম। ( I share the mail to my blog friends) I went to Dinajpur for data collection. there I met a poorest family that I ever met in my life. There live three children, their mother died one month before and their physically handicapped father live in the station. I was really shocked seeing their distress situation. I gave them a mosquito net and 500 taka to buy a Couki to sleep. I also promised them I will again visit them in January after my return and mend their house. I am thinking what will happen by this time, how they will fight with raining, storm and cold. If you have any scope to help them please do something for them.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।