আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রেন্ডশীপ ডে নোট

ঢিসটিং ঢিসটিংঢিসটিংঢিসটিংঢিসটিংঢিসটিং

সুকুমার রায়-সঙ্গীহারা সবাই নাচে ফূর্তি করে সবাই গাহে গান, একলা বসে হাঁড়িচাঁচার মুখটি কেন ম্লান? দেখ্ছ নাকি আমার সাথে সবাই করে আড়ি- তাইতো আমার মেজাজ খ্যাপা মুখটি এমন হাঁড়ি। তাও কি হয়! ঐ যে মাঠে শালিখ পাখি ডাকে তার কাছে কৈ যাওনিতো ভাই শুধাওনিতো তাকে! শালিখ পাখি বেজায় ঠ্যাঁটা চেচায় মিছিমিছি, হল্লা শুনে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ তার কাছে কৈ বসলে নাতো শুনলে না তার গান! দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো? যেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে? মাছরাঙা! তারেও কি আর পাখির মধ্যে ধরি রকম সকম সঙের মতন দেমাক দেখে মরি। পায়রা ঘূঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি কারে তোমার পছন্দ হয়, সেই কথাটি শুনি! এইগুলো সব ছ্যাবলা পাখি নেহাৎ ছোট জাত- দেখলে আমি তফাৎ হঠি অমনি পচিশ হাত! এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে- সবার তমি খুৎ পেয়েছে নিখুঁৎ কেবল নিজে! মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা তাইতে তোমায় কেউ পোঁছে না তাইতে থাক এক। -------------------------------------------------------------------------- ছোট খাট দোষ আর ত্রুটি, মতভেদ, আদর্শের সংঘাত...............তারপরও বন্ধু তোরা আছিস বলেই পৃথিবীটা নিজের মনে হয় ।বেঁচে থাকার ব্যাপরটাকে টের পাই। আর আরও বেঁচে থাকতে চাই। সবাইকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। Don't walk in front of me, I may not follow. Don't walk behind me, I may not lead. Just walk beside me and be my friend. -----------------------------------------------Albert Camus

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।