আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধ চলছে, অবরোধ চলবে....(ছবি ব্লগ)



বহি:স্কার, শোকজ আর মামলাকে উপেক্ষা করে বর্ধিত ফি বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে শনিবারও উত্তাল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন আন্দোলন একটি নতুন মোড় লাভ করে, ক্যাম্পাসে বিক্ষোভ অবরোধ, রক্ত বিসর্জন এবং রক্ত দিয়ে প্রতিবাদী দেয়াল লিখন শেষে বিক্ষোভকারীরা দুপুর থেকে ষোলশহর এলাকা অবরোধ করে রাখে। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এসব ঘটনারই কয়েকটি ছবি নিয়ে এই ছবি ব্লগ.... ১) রক্ত দিয়ে শ্লোগান লিখছে আন্দোলনকারীরা ২) রক্ত-শ্লোগানের জন্য রক্ত সংগ্রহ(রক্ত বিসর্জন কর্মসূচি) ৩) ক্যাম্পাস অবরোধ শেষে শাটল ট্রেনের জন্য ক্যাম্পাস স্টেশান অভিমুখে মিছিল ৪) অবরুদ্ধ ষোলশহর এলাকা ৫) ষোলশহর অবরোধ করে বিক্ষোভ সমাবেশ বর্ধিত ফি বিরোধী শিক্ষার্থীরা রাত সাড়ে আট টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচী চালিয়ে যায়। রবিবারের কর্মসূচি: সকাল থেকেই ষোলশহর ষ্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ, ষোলশহর দুই নং গেট এলাকাসহ গোটা চবি অবরোধ করার কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলন কারীরা শিক্ষার্থীরা। সংযোজন: ১) ভর্তি ফ্রি বৃদ্ধির প্রাশাসনিক ডকুমেন্টের ফটোকপি ২) সার্টিফিকেট ফি বৃদ্ধির ডকুমেন্ট ৩) বিভিন্ন পরীক্ষা-ফি বৃদ্ধির ডকুমেন্ট এ বিষয়ে আমাদের আগের লেখা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দিন বদলের দিচ্ছে হাওয়া, বেতন ফি বৃদ্ধি পাওয়া! Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।