আমাদের কথা খুঁজে নিন

   

প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন শিখুন।

‘ABH World IT Academy’তে শুরু হচ্ছে ২ মাস ব্যাপী প্রফেশনাল ওয়েব ডিজাইন প্রশিক্ষণ। ২ মাসের সম্পূর্ণ প্রজেক্ট ভিত্তিক প্রশিক্ষনের মাধ্যমে আমরা আপনাকে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে উঠতে সাহায্য করব। আমাদের এখানে আছে আন্তর্জাতিক মানের প্রফেশনাল ওয়েব ডিজাইনার। যাদের কাছ থেকে ওয়েব ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ নিলে আপনিও একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে পারবেন। কিন্তু তার সাথে অবশ্যই থাকতে হবে আপনার মানসিক প্রস্তুতি ও মনের জোর।

আপনি ওয়েব ডিজাইনে যতবেশি দক্ষতার পরিচয় দিতে পারবেন, আপনি ততবেশি আয় করতে পারবেন। তবে দক্ষতা বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি চর্চা করতে হবে এবং সময় দিতে হবে। মনে রাখবেন যত বেশি বেশি চর্চা করতে পারবেন এবং সময় দিতে পারবেন তত বেশি দক্ষ হতে পারবেন। আর দক্ষ ব্যাক্তিকে কখন বসে থাকতে হয় না। আপনি আমাদের কাছ থেকে আপনার ক্যারিয়ারের বিষয়ে সম্পুর্ন গাইড লাইন পাবেন।

তবে একটি কথা আমরা আগে থেকেই বলে দিই, এই ২ মাসের কোর্স শেষ করে আপনি যদি চর্চা করতে না পারেন বা সময় না দিতে পারেন তাহলে আপনার এই ২ মাসের কোর্স করাটা সম্পূর্ণ বৃথা যাবে। বিঃদ্রঃ- ভাল মতো না শিখেই লাখ টাকা ইনকামের স্বপ্ন নিয়ে কেউ আসবেন না। ভালমতো শেখার ও চর্চা করার মানসিকতা না থাকলে কোর্সটি আপনার জন্য নয়। ৩য় ব্যাচের ক্লাস শুরুঃ ৩১ মে কোর্স ফি : ১০,০০০ টাকা কোর্সের মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২টি করে ক্লাস) ক্লাসের সময়ঃ শুক্র ও শনিবার, সন্ধ্যা ৬টা। কোর্সটি পরিচালনা করবেনঃ আবু হুরায়রা ফয়সাল - https://www.facebook.com/abuhurayara.foysal আরোও বিস্তারিত জানতে চাইলে বা কোর্স সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে চলে আসুন আমাদের অফিসে অথবা জিজ্ঞাসা করুন আমাদের ফেসবুক পেইজে।

ফেসবুক পেজ: https://www.facebook.com/ABHWorldITAcademy আমাদের অফিসের ঠিকানা: ABH World 24/4/A (4th floor of Genius Shopping Center) Bashundhora R/A Main Road, Dhaka-1229 Bangladesh. যোগাযোগের নাম্বার: 02-8417476, 01617 224 224, 01616 224 224 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.