আমাদের কথা খুঁজে নিন

   

গহীনের গহীন থেকে.....



সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে....টুপ টুপ টুপ করে। বৃষ্টি আমার অনেক ভাল লাগে । তবে মনটাও কেমন বিষণ্ণ হয়ে যায় এ ধরণের বৃষ্টি দেখলে । মনে হয় যেন...কোন কিছুর বিরহে প্রকৃতি হাহাকার করছে । দূরে যেন কোথাও বিরহের গান বাজছে করুণ স্বরে ।

এমনিতেই গত দু'দিন ধরে মনটা খুউব খারাপ । কিছুতেই মন বসাতে পারছিনা । কিছুই ভাল লাগছেনা । বেদনাদগ্ধ মনটা আমার নিজের ভেতরেই দুমড়ে মুচড়ে আছে । মনকে শেয়ার করার মত আমার কেউ নেই ।

আমার চারপাশে সবাই থেকেও কেউ নেই আমার । ভাল লাগা-খারাপ লাগা-সবই ছোট্ট এই মনটার মধ্যে চাপা পড়ে থাকে । মাঝে মাঝে ফুঁসে ওঠে প্রকৃতির এই হাহাকারের মতই । প্রকৃতি আর আমি....এই...এ জায়গাটাতে মিতালী । প্রকৃতির এই হাহাকার...এই টুপ টুপ ছন্দে জানান দিচ্ছে...উপলব্ধি করছি হৃদয়ের হাহাকার দিয়ে ।

বড্ড খারাপ লাগছে । প্রকৃতি তবুও তার কষ্ট বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে দিচ্ছে । কিন্তু....আমি....আমি তো আর বৃষ্টি হয়ে ঝরতে পারছিনা । আমি পারছিনা আমার দু:খ-কষ্টগুলোকে ধুয়ে মুছে দিতে এই প্রকৃতির মত করে । যতই ভুলতে চাচ্ছি ততই জেগে উঠছে ফেলে আসা নানান স্মৃতি ।

হাসি-কান্না,সুখ-দু:খের নানান স্মৃতি জেগে উঠছে বারবার । প্রকৃতির এই বিরহিনী রূপ হৃদয়ের কোন এক গহীনের ক্ষতকে বারবার জাগিয়ে দিচ্ছে । বড্ড একা আমি....বড্ড নি:সঙ্গ । আজকের এই বিরহিনী বেলায় আমার বড্ড ইচ্ছে হচ্ছে প্রকৃতির নিবিড়তার মাঝে লীন হয়ে যেতে ....হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে আমার সবকিছুকে ভুলে...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।