আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক স্তরে বই ছাপানোর কাজ পেল ভারতীয় কোম্পানীঃ দেশ তো বিক্রি হয় না কিন্তু মাথা বিক্রি কে ঠেকাবে?

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

প্রাথমিক স্তরের (প্রথম ও দ্বীতিয় শ্রেণীর)৩ কোটি বই ছাপানোর কাজের শতকরা ৮০ ভাগ কাজ পেল ভারতীয় কোম্পানী। ২২ টি লটের ১৭ টির কাজ পেয়েছেন ভারতীয়রা, বাংলাদেশের প্রতিসঠান যে পাঁচটি লট, তার ৪টি আবার চার ভাইয়ের নামে। বুঝুন তবে মামার জোর কত! তবে সেটি আমার বিষয় নয়। মামার জোরে পাক, তবুও কাজ তো দেশেই হবে।

জনগণের ট্যাক্সের টাকা দেশেই থাকবে। বই ছাপানোর কাজ ভারত কে দিতে হবে কেন? আমাদের দেশের প্রকাশকরা কি এই বই ছাপাতে পারতেন না? পারফেক্ট বাইন্ডিং নাকি দেশে নাই, তাই আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ভারতীয় কোম্পানীকে দেয়া হলো কাজ। দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা চলে যাবে বিদেশে। দেশের প্রকাশনা শিল্প ক্ষতিগ্রস্ত হবে। বিনিময়ে হয়তো কিছুটা উন্নতমানের বই পাবে আমাদের বাচ্চারা।

কিন্তু একটু খারাপ মানের বই পড়লে খুব ক্ষতি হত কি? আজকে যারা দেশে-বিদেশে উন্নতির শিখরে আহরন করেছেন, তারা তো এর চে অনেক খারাপ মানের (কাগজ ও ছাপানোর মানের ভিত্তিতে)বই পড়েছেন তা কি তাদের উন্নতির বাধা হতে পেরেছে? বই উন্নত মানের করার চেয়ে অনেক বেশী গুরুত্ব দেয়া উচিত অধিক সংখ্যক ছেলে-মেয়ে যেন স্কুলে পড়তে পারে, স্কুলের বাচ্চারা যেন সময় মত বই পায়, স্কুলে পড়া-শুনার মান যেন উন্নতমানের হয়। সেটি দেশের জন্য অধিক কল্যাণকর। সেখানে শুধু কথার মালা। আসলে কি দেশ বিক্রি হয়? দেশের জমি বা এলাকা হয়ত দলিল করে বিক্রি হবে না। কিন্তু দেশের শিল্পকে ক্ষতিগ্রস্ত করে অন্য দেশের শিল্প কে পুষ্ট করা কে কি বলবেন আপনি? যারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দেশপ্রেম বলে কি কিছু আছে? নাকি স্বার্থের কাছে বিকিয়ে দিয়েছেন নিজেদের মাথা? একটি শোনা ঘটনা বলি।

ভারতে যতদিন রংগীন টেলিভিশন উতপাদন হত না ততদিন সে দেশের সরকার রংগীন অনুসঠান সম্প্রচার করে নি (সে সময় প্রাইভেট চ্যানেল ছিল না, টিভি সম্প্রচার ছিল শুধুমাত্র সরকারের হাতে, দেশের শিল্পের বিকাশের স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল)। প্রসংগত বলা যায় যে বাংলাদেশ টেলিভিশন রঙ্গীন সম্প্রচার শুরু করে ইন্ডিয়ার আগেই। কারন আমরা ঋণ করে ঘি খাই, রংগীন ছবি দেখিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করি, দেশের শিল্প? সে আবার কি? দেশের ভবিষ্যত নিয়ে আমদের নেতাদের দূরদর্শিতার অভাব ছিল চিরকাল-ই। এমনি তেই মুক্তবাজার অর্থনীতির নামে আমদের শিল্প কঠিন প্রতিদ্বন্দিতার সম্মুখিন। চারদিকে ইন্ডিয়ার সাথে বর্ডার আর বর্ডারের দূর্বল ব্যাবস্থাপণার কারনেও আমাদের শিল্প কে প্রতিদ্বন্দিতা করতে হচ্ছে কালোবাজারের সাথে।

এমন অবস্থায় সরকারের উদ্যোগে প্রকাশনা শিল্পের কাজটিও আমরা তুলে দিলাম ভারতের হাতে। দেশের প্রকাশনা শিল্পের পায়ে কুড়াল মেরে জনগণের ট্যাক্সের টাকা পুজার ভোগ হিসাবে তুলে দিলাম দাদা দের হাতে। কে বলে আমরা অকৃতজ্ঞ জাতি? হায়! আমাদের মাথা বিক্রি ঠেকাবে কে? মীর জাফরের আধুনিক প্রেতাত্মারা যে জেঁকে বসেছে সর্বত্র! খবরটি আজকের নয়া দিগন্তের লীড নিউজ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.