আমাদের কথা খুঁজে নিন

   

শেলী'র কবিতার অনুবাদ প্রচেষ্টা: যে তুমি নিন্দুক আমার

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

রেশম পোকার থেকে মধু জমা করে কে, নয়তো হলদে মধুপায়ীর থেকে রেশম? ঠাণ্ডা বাতাস দেখেও প্রাণ জাগে ঘাসে তেমনি আমার মাঝেও ঘৃণার উপক্রম। ঘৃণা হয়,দেখি যারা পারে না বলেই প্রার্থনা করে, আর যারা নিন্দা করে, তোমার মতোই এরা; সমান রাগে প্রতিদান দিতে এরা আসে, লাজের ধার ধারে না , আমার মতো যারা। নয়তো খুজি কিছু ক্ষমতা বা স্বর্ণের গোলাম, হতে তোমারই প্রিয় অন্তরের মিত্র; তোমার প্রেম জানি নামবে পথে, ছেড়ে গাঢ় হিম, আমারও আগে,তোমার ঘৃণার পাত্র। যে ক্রোধ আমার প্রমাণের মতো, যাকে বিভক্ত করা চিরদিনই অসম্ভব; তোমার প্রেম আর সত্যের চাহিদাকে ঘৃণা করি তো, কী করে তোমাকে ঘৃণা করা সম্ভব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.