আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়... ওসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়...



পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়... ওসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়... অনেক দিন পর আজ পুরো একটা দিন ছুটির আমেজে কাটালাম.। বিকেলে ডিভিডিতে নাটক দেখতে দেখতে দেখে ফেললাম ''চড়ুইভাতি" । অনেক দিন পর হারিয়ে গিয়েছি সেই পুরোনো স্ম্রতিগুলোতে । চড়ুইভাতির ফয়সাল, সাথী, মারজুকদের সাথে সেই পুরোনো দিন গুলো ঘুরে এলাম । বুয়েটের ক্যাম্পাস, ঘন্টা চুক্তিতে রিক্সাঘোরা আর জীবনের সব সিদ্ধান্ত খেলার ছলেই নিয়ে নেয়া ।

কি চমৎকার সময়ই না ছিল.... অনেক সপ্ন... শেরাটন , সোনারগাঁর পাশদিয়ে দীঘ্র্ নি:শ্বাস ফেলে যাওয়া... আর মনে মনে বলা- একদিন আমিও...এসি গাড়ীতে বড়লোকের সুন্দরী বউ/মেয়ে দেখে মনে মনে বলা- একদিন আমারও...। বন্ধুরা সব হারিয়ে গেছে কাজের চাপে । মজার কথা হলো আমরা খুব ঘনিষ্ট তিন বন্ধু একই বিল্ডিং এ বসি। স্বাথ, কাজ আর সংসারের চাপে চেহারা দেখিনা লাস্ট ছয় মাস । চড়ুইভাতির সাথীকে দেখে পুরোনো সময়ের সেই সাথীটিকে যে মনে পরেনি তাও হলফ করে বলতে পারব না...।

সুখ-দুখের সেই বন্ধুটি এখনো বিয়েই করেনি... সড়ক ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক মনে হলেও বউ দু:খ পাবে জেনে কথা বলিনা ছয় বছর । যদিও অনেক প্রশ্ন আর কথা জমা হয়েই আছে । ওয়েস্টিন, শেরাটন , সোনারগাঁর পথে এসি গাড়ীতে সুন্দরী বউ/মেয়ের পাশে বসেও মনে হয় সেই দিন গুলিই অনেক বেশী ভাল ছিল । তাই সেলফোন, ই-মেল আর ফেসবুকের কল্যানে হাজার যান্ত্রীকতার মাঝেও প্রিয় বন্ধুটির স্ট্যাটাস আপডেট অপ্রাপ্তির অনেক বড় পাহাড়ের মাঝে প্রাপ্তির শান্তির সু-বাতাস । এভাবেই সময় কেটে যায় ...আর সময়ের সাথে সাথে প্রাপ্তি- অপ্রাপ্তির সংগা বদলে যায় ।

সরি পাঠক, আপনাকে নস্টালজিয়ায় আটকে দেয়ার জন্য । ভালো থাকুন আর বলুন-- শোকর আলহামদুলিল্লাহ ...বেশ ভালোই তো আছি..।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।