আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো কৌতুক



এক কানা, ল্যাংড়া এবং ফকির রাইতের বেলায় লঞ্চে যাইতাছে। এমন সময় হঠাৎ কানায় কইতাছে, আবে ঐ দেখছোস, আসমানে কি সোন্দর চান ওঠছে। তখন ল্যাংড়ায় কয়, আবে মিছা কথা কছ কিল্লায়, লাৎথি দিয়া নদীতে ফালায় দিমু। সাথে সাথে ফকির উঠ্যা কয়, ওরে জোরে লাৎথি দিয়া নদীতে ফালায় দে, যত টেহা লাগে আমি দিমু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।