আমাদের কথা খুঁজে নিন

   

মীরাক্কেলে ক্রিকেট দলকে ব্যঙ্গ, সমালোচনা

জামিল আহমেদ নামে পাবনার ওই প্রতিযোগী সম্প্রতি মীরাক্কেলের এক পর্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে ব্যঙ্গ করেন। এই উপস্থাপনার জন্য যৌথভাবে ওই দিনের সেরা পারফরমারের পুরস্কার পান জামিল।
গত বুধবার রাতে জি বাংলায় ওই ব্যঙ্গাত্মক উপস্থাপনার পর ভিডিওটি শেয়ার হতে থাকে ফেইসবুকে। সেই সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান  অনেকেই।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একটি বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে নিয়ে ব্যঙ্গ করা কতোটা যুক্তিযুক্ত।

তারা বলছেন, এর মধ্য দিয়ে জামিল দেশের মানুষকে ও দেশকে ছোট করেছেন।
সাজ্জাদ নামে একজন ওই ভিডিও শেয়ার করে লিখেন, “এখানে এক-একটা জোকসের পরে যখন দেখি কিছু মানুষ আমার দেশের ক্রিকেটার নিয়ে হাসাহাসি করছে তখন বাংলাদেশি হিসেবে খুব রাগ আর বাংলাদেশি কমেডিয়ান দেখে খুব লজ্জা হয়। ”
‘শেম অন জামিল আহমেদ’ বলে তিনি তার মন্তব্য শেষ করেন।
আর এ ঘটনায় জামিলকে ভারতীয় ক্রিকেটার শেবাগ আর সাবেক ক্রিকেটার সিধুর সমর্থক বলে চিহ্নিত করেছেন ইভা ইশরাত জাহান। তিনি লিখেছেন, “খারাপ খেলার জন্য শেবাগ যখন দলে সুযোগ পান না তখনই বাংলাদেশের বদনাম করেন।

সিধুর কথা আর কি বলব?”
পাঠান নামের এক ফেসবুক ব্যবহারকারী তার পেজে লিখেন, “রসিকতার কোনো লেভেল এদের নাই। এই সব নির্বোধের যেখানেই হোক- যাই কিছু একটা বলে নিজের নামটা পরিচিত করানো চাই- হোক সেটা ছাগলামি বা গাধামি। ”
ফারহান ফেরদৌস নামে এক ফেসবুক ব্যবহারকারী এ ঘটনার জন্য জামিলকে বিশ্বাসঘাতক মন্তব্য করে বলেন, “এটা মীরজাফরি। ”
ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আশফাক খান নামে একজন লিখেছেন, “নিজের দেশেই যখন এইরকম লোক আছে তখন আমরা শেবাগকে দোষ দেই কেন। এইটা পাবনার মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে মিরাক্কেলে গেছে।


অনুষ্ঠান শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে জামিল বলেন, “বউকে যেমন ভালবাসি বাংলাদেশ টিমকেও তেমন ভালবাসি। বউকে নিয়ে জোকস করতে পারলে বাংলাদেশ টিমকে নিয়ে পারব না কেন?”
এই প্রসঙ্গ টেনে মনোয়ার রাফি নামে একজন প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে- “বউটা তার নিজের। তার বউকে নিয়ে সে ইচ্ছামতো জোকস করুক। কিন্তু দেশটা তো ওর একার না। ”
জামিল আহমেদের এই কৌতুক ‍নিয়ে ফেসবুকে একই ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আরো অনেকে।


জি বাংলা সম্প্রচারিত অনুষ্ঠানে ওই দিন বাংলাদেশের ব্যাটিং আর সুলভ শৌচাগারের মধ্যে মিল খুঁজতে গিয়ে জামিল বলেন, “কখন আসছে- কখন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ” একইভাবে বাংলাদেশের বোলিং ও কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করে ব্যঙ্গ করেন তিনি।
বোলারদের নিয়ে কৌতুক করতেও ছাড়েননি পাবনার ছেলে জামিল। তিনি বলেন, “আপনার পছন্দের সুন্দরী রমণীকে কাছে পেয়ে আদর করা হচ্ছে ৬ বলে ৩৭ রান করার মতো। একটাই ভরসা তবুও তো বাংলাদেশের বোলাররা আছে।


বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মো. আশরাফুলকে নিয়ে তিনি রসিকতা করে বলেন,“আশরাফুলের ছেলে তার বউকে বলল, মা মা দেখে যাও, বাবা ছয়ের পর ছয় মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। এই শুনে আশরাফুলের বউ বলল- সোনা অনেক বড় হয়েছ, যাকে তাকে বাবা বলো না। ”
ভারত ও বাংলাদেশ ক্রিকেট দলের একটি কাল্পনিক তুলনামূলক চিত্রও উঠে আসে তার ব্যঙ্গাত্মক উপস্থাপনায়।
“ইন্ডিয়া-বাংলাদেশের ওয়ানডে ম্যাচ। আমার টিমের সবাই এসে আমাকে বলল, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা শচীনকে কোনোভাবেই ৫০ করতে দিব না।

আমি বললাম, কীভাবে? তারা বলল- আমরা ৪৮ রানে অলআউট হয়ে যাব। ”
প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন মাহমুদ মুরাদ

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।