আমাদের কথা খুঁজে নিন

   

ধরাশায়ী হবে বলে রাতখেকো জোছনায় সে আসে

ডুবোজ্বর
২৮০৭১০ ধরাশায়ী হবে বলে রাতখেকো জোছনায় সে আসে বুকে হাত বেঁধে দাঁড়ায় আপাদগ্রীবা আশঙ্ক মাছিদের ভিড়ে হারিয়ে যাওয়া পতঙ্গ জেনেছে তাকে কবন্ধের স্মৃতি প্রতারক খিলানে ভুল নক্শার খাঁজ কেউ জেনেছিলো কিছু তার নামধাম লোকাচার কড়িকাঠে আরোহী ভূমিতল বাসগুলি জানলার কাচে মেঘদলসহ শহর ছেড়ে গেছে শাহরিক কলতলায় দৃশ্যমতি হলো না পূর্ণিমার কলুষ এ শহর তোমাদের জ্বর ছয়তলা ছাতের ঘরে কবন্ধ চিত্রকর ধরাশায়ী হবে বলে রাতখেকো জোছনায় সে আসে বুকে হাত বেঁধে দাঁড়ায় খেলা খেলা বইপাঠে ঋষি কবন্ধের স্মৃতি দেয়ালের পলেস্তরায় খসে কেঁচো বাসগুলি জানলার কাচে মেঘদলসহ শহর ছেড়ে গেছে রাত ১টা ১৮
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.