আমাদের কথা খুঁজে নিন

   

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু



গতকাল রোববার দুপুরে কালিহাতী উপজেলার বেতডোবা গ্রামের লুৎফর রহমানের বাড়ীর নারিকেল গাছ পরিস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, ঘাটাইল উপজেলার দিঘড় গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হযরত আলী (৬৫) দির্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে নারিকেল গাছ পরিস্কারের কাজ করে আসছেন। গতকাল রোববার কালিহাতী উপজেলার দণি বেতডোবা গ্রামের বাসিন্দা উপজেলা সহকারী প্রাথমিক শিা অফিসার লুৎফর রহমানের বাড়ীর নারিকেল গাছ পরিস্কার করতে গাছে ওঠেন। দুপুর ২টার দিকে হঠাৎ গাছে পাশে থাকা বিদ্যুৎতের তারের সাথে গাছের সংস্পর্শ হলে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত হযরত আলীকে কালিহাতী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে হযরত আলীর লাশ পুনরায় লুৎফর রহমানের বাড়িতে নিয়ে আসলে এলাকাবাসী বিদ্যুৎ অফিসের প্রতি চরম প্তি হতে থাকে। এ সময় সংবাদ পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনূস আলী মিয়া একদল পুলিশ নিয়ে পরিবেশ নিয়ন্ত্রন আনে। এ ব্যাপারে এলাকা বাসী মনে করেন বিদ্যুৎ অফিসের নানা ভুলত্র“টি ও অবহেলার কারনে এরকম অনেক লোককে অকালে প্রাণ হারাতে হয়েছে। তারা আরোও মনে করেন যথাযথ কর্তৃপ বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য দাবী তুলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।