আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে আবারো সংঘর্ষের আশংকা

আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিদ্রোহী গ্র“পের প্রবেশকে কেন্দ্র করে ফের উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা কারা হচ্ছে। ছাত্রলীগের কার্যক্রম স্থগিত থাকার সুবাধে ক্যাম্পাসকে আবারো অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিদ্রোহী গ্র“প প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল রাশেদুল ইসলাম শাফিনকে সভাপতি ও নির্ঝর আলম সাম্যকে সাধারণ সম্পাদক করে জাাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদ। কমিটিতে ঠাই না পাওয়া গোপাল গঞ্জবাসী নেতাকর্মীরা ওই কমিটিকে প্রত্যাখান করে নতুন কমিটি গঠনের দাবি জানায় কেন্দ্রীয় সংসদের কাছে।

কিন্তু তাতে কোন ফল না পাওয়ায় নবগঠিত কমিটিতে প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া সহ-সভাপতি নেয়ামুল পারভেজসহ বিদ্রোহী গ্র“পটি ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং কমিটি ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে। এদিকে গত ৫ জুলাই ছাত্রলীগের দু‘পক্ষের সংঘর্ষের পর কেন্দ্রীয় সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করায় আবার সক্রিয় হয় বিদ্রোহী গ্র“পটি। গত শুক্রবার বিকালে বিদ্রোহী গ্র“পের নেয়ামুল পাভেজ (শহীদ সালাম-বরকত হল), এস এম শামীম, মামুন ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) সহ ৫/৬ জন নেতা ক্যাম্পাসে প্রবেশ করে শহীদ-সালাম বরকত হলে অবস্থান নেয়। এদের সাথে যোগ দেয় মওলানা ভাসানী হলের বহি®কৃত ছাত্রলীগ নেতা সরকার আজগর আলী, জাকির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শামীম (অছাত্র), মীর-মশাররফ হোসেন হলের প্রিতম। তারা ওই রাতেই শহীদ-সালাম বরকত হলে বৈঠক করে।

এ বিষয়ে সহ-সভাপতি নেয়ামুল পারভেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আসেননি দাবি করে বলেন, আমি ক্যাম্পাসের বৈধ ছাত্র তাই হলে আসতেই পারি, তবে ব্যক্তিগত কারণে এতদিন ক্যম্পাসে আসেননি বলে জানান। এদিকে বিদ্রোহী গ্র“পের প্রবেশকে কেন্দ্র করে নবগঠিত কমিটির নেতাকর্মীদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। তারা দফায় দফায় বৈঠকও করে। ফলে যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.