আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনের পক্ষে জাবিতে ক্যাম্পেইন

সত্য প্রকাশে সংকোচহীন

সুন্দরবনের পক্ষে জাবিতে ক্যাম্পেইন সৌন্দর্যের অনন্য আঁধার সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচনের পক্ষে ভোট গ্রহণের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ৫ ফেব্র“য়ারী ‘ভোট ফর সুন্দরবন’ শীর্ষক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সৌন্দর্যের লিওক্লাব অব লিবার্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং লায়ন্সক্লাব অব ঢাকা লিবার্টির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫/এ১ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আব্দুস সালাম। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন লিও ক্লাব অব লিবার্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিও এসএম রবিউল ইসলাম। বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা লিবার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নুর মোহাম্মদ হাওলাদার চুন্নু, লিও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও আজহার মাহমুদ, লিও হারুনুর রশিদ লিও রাকিবুল হক পিন্টু। প্রাকৃতিক সৌন্দর্যরক্ষায় সচেতনতামূলক এ কর্মসূচী শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এতে প্রায় হাজারখানেক শিক্ষার্থী সুন্দরবনের পক্ষে ভোট দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।