আমাদের কথা খুঁজে নিন

   

বড় পর্দার টিভি কিনব - কোনটি কেমন, দাম কত?

সত্য অপ্রিয় হলেও বলতে চাই

অফিসের কাজের জন্য একটি বড় (২১") টিভি লাগবে। ইন্জিনিয়ারেরা তাকে খুলে ছিন্নভিন্ন করে ফেলবে। ভাবলাম বাসায় ব্যবহৃত সনি ২১" টা দিয়ে দিলে কেমন হয়? বিনিময়ে আমি টাকা যোগ করে একখানা এলসিডি/প্লাজমা কিনি। মুলত আমি ডিভিডি তে ইংরেজী মুভী, টিভি তে ইংরেজী মুভী, নেচার/ওয়াইল্ডলাইফ প্রোগ্রামগুলো বেশী দেখি। আমার প্রথম পছন্দ প্লাজমা, কারণ এটির কন্ট্রাস্ট ও কালার ভাল, ডিলে খুব কম, ভিউইং এন্গেল ওয়াইড, সমস্যা একটাই বেশী এম্বিয়েন্ট আলোতে ভাল দেখা যায় না।

আমি যেহেতু বেডরুমে রাখব তাই এটা কোন সমস্যা নয়। প‌্যানাসনিক এইচ ডি TC-P42S 42" 1080p Plasma TV আমেরিকায় দাম মাত্র ৭৫০ ডলার, ট্যাক্স ২০,০০০ টাকা যোগ করলেও ৮০/৮৫,০০০ হাজারে পাওয়া উচিত, কিন্তু শোরুমে দাম ১,৪৪,০০০ , গ্রে মার্কেটে (নন ডিলার) প্লাজমা তেমন একটা চোখে পড়ল না। দ্বিতীয় পছন্দ এলইডি ব্যাক লিট এলসিডি (এলইডি টিভি বলে কিছু আসলে নেই, এটি বিজ্ঞাপনের অপপ্রচার)। Edge এলইডি ব্যকলিট Sony BRAVIA KDL-40EX600 HDTV আমেরিকায় দাম মাত্র ১১০০ ডলার, ট্যাক্স ২০,০০০ টাকা যোগ করলেও ১০০,০০০ হাজারে পাওয়া উচিত, কিন্তু শোরুমে দাম ১,৫০,০০০ বা বেশী , গ্রে মার্কেটে (নন ডিলার) ৯০,০০০ - ১,০০,০০০ (ওয়ারেন্টি ছাড়া)। স্যামসাং ৭ সিরিজের গ্রে মার্কেটে (নন ডিলার) ১,৫০,০০০ (ওয়ারেন্টি ছাড়া)।

দেশী (মুল চায়না) ওয়ালটন ৪২ ইন্চি ৬৯,০০০ ওয়ারেন্টি সহ। আমার বাজেট ৯৯,০০০ টাকার ভিতরে। ওয়ালটনের মানের কিনতে চাই না আবার শুধু ওয়ারেন্টির জন্য ডাবল দামও দিতে চাই না। ভাল জিনিষ গ্রে মার্কেট থেকে কিনতেও আপত্তি নেই যখন ডিলাররা এত মার্জিন রাখে। কারও কোন অভিজ্ঞতা থাকলে জানাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।